প্রতিবেদন : বিধাননগর পুরসভা পেল জাতীয় পুরস্কার স্কচ অ্যাওয়ার্ড। করোনা মোকাবিলায় বিধাননগর পুরসভা যে কাজ করেছে তারই স্বীকৃতি এই স্কচ অ্যাওয়ার্ড। বিধাননগর পুরসভার মুখ্য প্রশাসক কৃষ্ণা চক্রবর্তী বলেন, করোনার সময় আমার এক অসম লড়াই করেছি। বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিয়েছি। ওষুধও দিয়েছি। এমনকি যাদের বাড়ির স্থান অল্প তাঁদের সেফ হোমে রেখেছি। এছাড়াও যেসব সহনাগরিকদের আমরা হায়িয়েছে তাঁদের শেষকৃত্বের কাজও করেছে পুরসভা। কৃষ্ণাদেবী বলেন, এই পুরস্কার পাওয়ার জন্য ভােট হয়েছে। সেই ভোটে আমরা জিতে পুরস্কার অর্জন করেছি। মানুষের সেবা করতে পেরে পুরসভা গর্বিত। বিধাননগর পুরসভাতে এখনও টিকা দেওয়ার কাজ চলছে। এছাড়া তিনটি হাসপাতাল এবং সাতটি স্বাস্থ্যকেন্দ্র এখানকার মানুষের চিকিৎসার জন্য কাজ করে চলেছে।