৩টি আইসিসি টুর্নামেন্টের আয়োজনের দায়িত্বে ভারত

Must read

দুবাই, ১৬ নভেম্বর : ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। আগামী আট বছরের মধ্যে ভারতের মাটিতে আয়োজিত হবে আইসিসি-র তিন-তিনটি বড় প্রতিযোগিতা। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ কথা জানিয়ে দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত মোট আটটি বড় আইসিসি টুর্নামেন্ট রয়েছে। ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপের আয়োজন যৌথভাবে করবে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা। তার পরের বছর, অর্থাৎ ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে পাকিস্তানে। এর ফলে দীর্ঘ ৩০ বছর পর ফের কোনও আইসিসি প্রতিযোগিতার আসর বসতে চলেছে পাকিস্তানের মাটিতে। এর আগে শেষবার এমন ঘটনা ঘটেছিল ১৯৯৬ সালে।

আরও পড়ুন : বিধাননগর পুরসভা পেল স্কচ অ্যাওয়ার্ড

সেবার ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে ওয়ান ডে বিশ্বকাপের আয়োজন করেছিল পাকিস্তান। এদিকে, ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে যৌথভাবে বসবে টি-২০ বিশ্বকাপের আসর। পরের বছর ওয়ান ডে বিশ্বকাপের আয়োজন করবে তিন দেশ—দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়া। ২০২৮ সালের টি-২০ বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। পরের বছর ভারতের মাটিতে বসবে চ্যাম্পিয়ন্স লিগের আসর। এরপর ২০৩০ সালে টি-২০ বিশ্বকাপ বসবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডে। সবশেষে ২০৩১ সালে ওয়ান ডে বিশ্বকাপ। যা আয়োজন করবে ভারত।

Latest article