ওয়ার্কলোড ম্যানেজমেন্ট জরুরি: দ্রাবিড়

Must read

জয়পুর, ১৫ নভেম্বর : টি-২০ নেতৃত্ব ছাড়লেও ভারতীয় দলে বিরাট কোহলির ভূমিকায় কোনও বদল হবে না। মঙ্গলবার কোনও রাখঢাক না করেই জানিয়ে দিলেন নতুন অধিনায়ক রোহিত শর্মা।

অন্যদিকে, সদ্য টিম ইন্ডিয়ার হেড কোচের দায়িত্ব নেওয়া রাহুল দ্রাবিড়ের বক্তব্য, ক্রিকেটাররা যন্ত্র নন। তিনি ওয়ার্কলোড ম্যানেজেমেন্টকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন।
বুধবার জয়পুর থেকেই ভারতীয় টি-২০ ক্রিকেটে শুরু হচ্ছে দ্রাবিড়-রোহিত যুগ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন বিরাট। তবুও এদিন অবধারিত ভাবে উঠে এল তাঁর প্রসঙ্গ। আর সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দিতে গিয়ে রোহিত বললেন, ‘‘এতদিন ধরে বিরাট যে ভূমিকা পালন করে এসেছে, তাতে কোনও বদল হবে না। ও দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। যখনই মাঠে নেমেছে, আলাদা করে প্রভাব ফেলেছে। তাই দলের দৃষ্টিকোণ থেকে ওর আলাদা গুরুত্ব রয়েছে। শুধু ম্যাচ এবং পরিস্থিতি অনুসারে ওর ভূমিকা আলাদা আলাদা হবে।’’

আরও পড়ুন : ৩টি আইসিসি টুর্নামেন্টের আয়োজনের দায়িত্বে ভারত

একই সঙ্গে রোহিত আরও জানিয়েছেন, বিরাট ফিরে এলে ভারতীয় টি-২০ দলের শক্তি একলাফে অনেকটাই বেড়ে যাবে। হিটম্যানের বক্তব্য, ‘‘আমি নিশ্চিত, বিশ্রাম নিয়ে বিরাট আরও তরতাজা হয়ে দলে ফিরবে। ওর মাপের ব্যাটসম্যান যোগ দিলে নিঃসন্দেহে আমাদের শক্তি আরও বেডে় যাবে।’’
এদিন রোহিতের সঙ্গে সাংবাদিক সম্মেলেন উপস্থিত ছিলেন দ্রাবিড়ও। ভারতীয় দলের নতুন কোচের মন্তব্য, ‘‘ভারতীয় ক্রিকেট এখনও সেই জায়গায় পৌঁছয়নি যে, তিন ফরম্যাটে আলাদা আলাদা দল খেলবে। আমাদের এমন কয়েকজন ক্রিকেটার আছে, যারা তিন ফরম্যাটেরই যোগ্য। তাই টানা খেলার ক্লান্তি কাটাতে ওয়ার্কলোড ম্যানেজমেন্টকে গুরুত্ব দিতেই হচ্ছে।’’
দ্রাবিড় আরও বলেন, ‘‘দলের কোচ হিসেবে আমার কাছে ক্রিকেটারদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। ওদের সঙ্গে সব সময় যোগাযোগ রাখব। মাঠে নেমে ক্রিকেটাররা যাতে শারীরিক ও মানসিক ভাবে সেরা জায়গায় থাকে, তা নিশ্চিত করাই আমার কাজ। বিশেষ করে, সেই সব ক্রিকেটারদের দিকে বাড়তি নজর দিতে হবে, যারা তিনটি ফরম্যাটেই খেলে থাকে।’’ সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপে হতাশ করেছে ভারত। তবে আগামী বছরেই অস্ট্রেলিয়ার মাটিতে বসবে আরও একটি টি-২০ বিশ্বকাপের আসর। এছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপ ছাড়াও রয়েছে ওয়ান ডে বিশ্বকাপ। দ্রাবিড় সাফ জানাচ্ছেন, ‘‘আমাদের কাছে প্রতিটি টুর্নামেন্টই জরুরি।”

Latest article