চিত্তরঞ্জন খাঁড়া : টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়েও নিয়মিত খেলার সুযোগ পান না বঙ্গ উইকেটকিপার-ব্যাটার। গত কয়েকটি টেস্ট সিরিজে ঋষভ পন্থের দাপুটে পারফরম্যান্সের কারণে বাংলার ঋদ্ধিমান সাহা এখন ভারতীয় টেস্ট দলের ব্যাক-আপ উইকেটকিপার-ব্যাটার। কিন্তু পন্থ না থাকায় দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ঋদ্ধিমানের খেলার সম্ভাবনা উজ্জ্বল। সিরিজে কেএস ভরত দ্বিতীয় উইকেটকিপার হিসেবে দলে থাকলেও সবকিছু ঠিক থাকলে অশ্বিন, অক্ষরদের ঘূর্ণি সামলাতে উইকেটের পিছনে দস্তানা হাতে দাঁড়াবেন ঋদ্ধিমান। তবে ক্রিকেটমহলে কেউ কেউ বলছেন, নিউজিল্যান্ড সিরিজে ব্যাটে রান না পেলে ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকাগামী বিমানে নাও উঠতে পারেন ৩৭ বছরের বঙ্গ তারকা।
আরও পড়ুন : আবারও বিস্ফোরক প্রবীর ঘোষাল
মুম্বইয়ে বান্দ্রা কুরলা কমপ্লেক্সে টেস্ট দলের সঙ্গে প্রস্তুতি সারছেন ঋদ্ধিমান। সেখান থেকে ফোনে বললেন, “আমাকে নিয়ে হয়তো অনেক কথাই হয়। কিন্তু আমি এসব নিয়ে ভাবি না। আমার দায়িত্বটা ঠিকঠাক পালন করে যেতে চাই। যখন যেভাবে সুযোগ আসবে তা কাজে লাগানোর চেষ্টা করি।” এরপর যোগ করেন, “টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে কোন ম্যাচে কে খেলবে। ঋষভ ভাল খেলছে। ওর ছন্দটা দল কাজে লাগানোর চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। আমার সময় হলে আমি খেলব। সুযোগের অপেক্ষায় সবাইকে থাকতে হয়। শুরুর দিন থেকে প্রতিটা ম্যাচই আমার কাছে পরীক্ষা। এখনও যে পর্যায়েই ক্রিকেট খেলি না কেন, পরীক্ষা দিয়ে যেতে চাই। আন্তর্জাতিক ক্রিকেটে তো প্রতিদিনই পরীক্ষা। আর হ্যাঁ, বাদ পড়ার ভয় আমার মধ্যে নেই।”
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে তিন-চার দিনের প্রস্তুতি শিবির কাজে লাগবে বলে জানালেন ঋদ্ধিমান। বিরাটদের সতীর্থের কথায়, “আমরা এখানে নেট সেশন করছি নিয়মিত। পাঁচ দিনের ফরম্যাটের জন্য প্রস্তুতি সবসময় গুরুত্বপূর্ণ। তাই অল্প দিনের হলেও এই শিবির বোলার, ব্যাটারদের ছন্দে ফেরাতে সাহায্য করবে।”
বাকিদের মতো ঋদ্ধিও অপেক্ষায় গুরু দ্রাবিড়ের কোচিংয়ে খেলার জন্য। বললেন, “রাহুল দ্রাবিড়ের মাপের ক্রিকেটার যখন ড্রেসিংরুমে থাকবে তখন দলের প্রত্যেকে উপকৃত হবে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বিভিন্ন সময় আমাকে পরামর্শ দিয়েছে। সমস্যায় পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এবার কোচ দ্রাবিড়ের সান্নিধ্যে আমাদের আরও নতুন অভিজ্ঞতা হবে। দল নিশ্চয় তাতে উপকৃত হবে।”