কানপুর: টেস্ট আঙিনায় প্রথমবার পা রেখে বেশ নজর কাড়লেন অন্ধ্রপ্রদেশের উইকেটকিপার কোনা শ্রীকার ভরত। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে দুটি ক্যাচ ও একটি স্ট্যাম্প করে ২৮ বছরের এই কিপার বুঝিয়ে দিলেন, তিনি প্রস্তুত। এদিন উইল ইয়ং যখন তাঁর সেঞ্চুরির দিকে যাচ্ছিলেন, তখন অশ্বিনের বলে ক্যাচ নিয়ে তাঁকে ফেরত পাঠান ভরত। এছাড়া আরও একটি ক্যাচ ও স্ট্যাম্পের সৌজন্যে সবার প্রশংসা কুড়িয়ে নিলেন এই পরিবর্ত উইকেটকিপার।
গ্রিন পার্কে এদিন ঋদ্ধিমান সাহার পরিবর্ত হিসাবে মাঠে নেমেছিলেন ভরত। ঋদ্ধিমানের স্টিফ নেক হওয়ায় তাঁর বদলে উইকেটের পিছনে দাঁড়িয়েছিলেন ভরত। কোয়ালিটি স্পিনের বিরুদ্ধে তাঁর কিপিং দেখে ভিভিএস লক্ষ্মণ ট্যুইট করেছেন, ওকে দেখে ভাল লাগল। দারুণ হাত। ফুটওয়ার্কও বেশ ভাল। ভরতের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করে আছে। ভরত এদিন অক্ষর প্যাটেলের বলে রস টেলরের যে ক্যাচ নিয়েছেন, তা সবার প্রশংসা কুড়িয়েছে। এছাড়াও টম লাথামকে তিনি স্ট্যাম্প করেছেন চোখের নিমেষে।
আরও পড়ুন-সাদা বলের নেতৃত্বে আগ্রহী নন কামিন্স
পরিবর্ত উইকেটকিপার হিসাবে মাঠে নেমে চারটি শিকারের রেকর্ড রয়েছে ঋদ্ধিমানের। তাঁরই পরিবর্ত হিসাবে কিপিং করতে নেমে এদিন প্রায় তাঁকে ছুঁয়ে ফেলেছিলেন ভরত। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৭০টি ক্যাচ ও ৩১টি স্ট্যাম্প রয়েছে তাঁর। ৭৮ ম্যাচে ৪২৮৩ রান করেছেন অন্ধ্রপ্রদেশের এই উইকেটকিপার-ব্যাটারের। ন’টি সেঞ্চুরি ও ২৩টি হাফ সেঞ্চুরি রয়েছে ভরতের। সম্প্রতি মুস্তাক আলি ক্রিকেটেও ভাল পারফরম্যান্স করেছেন ভরত। কিছুদিন ধরে তাঁর নাম নিয়ে নড়াচড়া হচ্ছে।
গতবছর আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৭৮ নট আউট থেকে ক্রিকেটপ্রেমীদের নজরে এসেছিলেন ভরত। এদিন বিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ঋদ্ধিমানের দিকে নজর রাখছে। মেডিক্যাল টিমকে বলা হয়েছে ঋদ্ধিমানের কতটা উন্নতি হল তা জানাতে। পরের টেস্ট মুম্বইয়ে। মনে করা হচ্ছে ঋদ্ধিমান তার আগে ফিট হয়ে যাবেন।