সরকারের দিকে তাকিয়ে বোর্ড

হারারেতে বাতিল মেয়েদের বিশ্বকাপ কোয়ালিফায়ার

Must read

নয়াদিল্লি : করোনা সংক্রমণ দ্রুত বাড়লেও, দক্ষিণ আফ্রিকা সফর এখনই বাতিল হচ্ছে না। জানাল ভারতীয় বোর্ড। শুধু তাই নয়, এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা সফররত ভারতীয় এ দলের পরের দু’টি বেসরকারি টেস্ট ম্যাচও পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই হবে।

আরও পড়ুন-হয় রোনাল্ডো না হয় ইতালি

কোষাধ্যক্ষ অরুণ ধুমলের বক্তব্য, ‘‘দক্ষিণ অফ্রিকা সফর বহাল থাকছে। অন্তত এই মুহূর্তে সফর বাতিলের কোনও পরিকল্পনা নেই। তবে গোটা পরিস্থিতির দিকে আমাদের নজর রয়েছে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।’’ তবে এটা নির্ভর করছে কেন্দ্রীয় সরকারের সবুজ সঙ্কেতের ওপর। করোনা ভাইরাসের নতুন প্রজাতি যেভাবে আফ্রিকাতে ছড়াচ্ছে, তাতে উদ্বেগে ভারত সরকার। ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর যেমন বলেই দিলেন, ‘‘দক্ষিণ আফ্রিকা সফরে দল পাঠানোর আগে বোর্ডের উচিত সরকারের সঙ্গে কথা বলা।’’ ৮ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যাওয়ার কথা রয়েছে বিরাট কোহলিদের। সাত সপ্তাহের সফরে তিনটি টেস্ট ম্যাচ ছাড়াও তিনটি ওয়ান ডে এবং চারটি টি-২০ ম্যাচ খেলবে ভারতীয় দল। বিসিসিআই সূত্রের খবর, টেস্ট সিরিজের মতো একদিনের সিরিজেও নেতৃত্ব দেবেন বিরাট। এদিকে, মেয়েদের বিশ্বকাপ কোয়ালিফায়ার জিম্বাবোয়ের হারারেতে হওয়ার কথা থাকলেও তা বাতিল হয়েছে করোনার জন্য।

Latest article