এটাই স্বপ্নের শুরু, বলে দিলেন অক্ষর

Must read

কানপুর: কিউয়ি ইনিংসে ধস নামিয়ে নয়া কীর্তি অক্ষর প্যাটেলের। কুম্বলে, হরভজন সিংয়ের মতো দেশের অন্যতম সেরা স্পিনারদের টপকে নতুন নজির ভারতের এই বাঁ-হাতি স্পিনারের। মাত্র চারটি টেস্টে সাতটি ইনিংসে বোলিং করেছেন অক্ষর। এর মধ্যেই পাঁচবার পাঁচ উইকেট নিলেন অক্ষর। তিনিই ভারতের প্রথম বোলার, যিনি এত কম ম্যাচে পাঁচবার ইনিংসে পাঁচ উইকেট নিলেন।

অক্ষরের আগে রয়েছেন কেবলমাত্র অস্ট্রেলিয়ার চার্লি টার্নার। চার টেস্টে ছ’বার পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। অক্ষর ছাড়াও আরও দু’জন ক্রিকেটার চার টেস্টে পাঁচবার পাঁচ উইকেট নিয়েছেন। তাঁরা হলেন ইংল্যান্ডের পেসার টম রিচার্ডসন ও অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার রডনি হগ। ভারতীয়দের মধ্যে এর আগে এই রেকর্ড যুগ্মভাবে ছিল লক্ষ্মণ শিবরামকৃষ্ণণ ও নরেন্দ্র হিরওয়ানির দখলে।

আরও পড়ুন-ঋদ্ধিমানের চোট, পরিবর্ত ভরতের নেমেই তিন শিকার

কানপুরে কীর্তি গড়ে দিনের খেলা শেষে অক্ষর বলেন, ‘‘সাত ইনিংসে পাঁচবার পাঁচ উইকেট নেওয়ার ব্যাপারটা নিয়ে সতীর্থরা আমার সঙ্গে রসিকতা করছে। এটা একটা স্বপ্নের শুরুর মতো। টেস্ট ক্রিকেট কিন্তু সহজ ব্যাপার নয়।’’ দিনের নায়ক আরও বলেন, ‘‘আগের দিন ওরা যখন কোনও উইকেট হারায়নি তখন খুব কঠিন পরিস্থিতি মনে হচ্ছিল। এই ধরনের পিচে সবসময় উইকেট আশা করা যায় না। লাইন-লেংথ ঠিক রেখে বোলিং করে যেতে হয়।’’

অক্ষর বলেন, ‘‘ক্রিজ ভালভাবে ব্যবহার করেছি। রাউন্ড আর্ম অ্যাকশন এই পিচে ভাল কাজ করছিল। পিচ মন্থর হচ্ছে। প্রথম দু’দিনের তুলনায় এদিন বেশি মন্থর ছিল। তবে ধৈর্য দেখিয়ে সতর্ক থাকলেই এই পিচে টিকে থাকা সম্ভব।’’

Latest article