হয় রোনাল্ডো না হয় ইতালি

নাটকীয় পরিস্থিতি কাতার বিশ্বকাপে

Must read

প্যারিস: কাতার বিশ্বকাপের মূলপর্বে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আদৌ দেখা যাবে তো! কারণ যা পরিস্থিতি, তাতে মূলপর্বের টিকিটের জন্য প্লে-অফে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারাতে হবে পর্তুগালকে। শুক্রবার রাতে ২০২২ বিশ্বকাপের প্লে-অফের ড্রয়ের পর দেখা যাচ্ছে ইতালি এবং পর্তুগাল একই ব্র্যাকেটে রয়েছে। প্রতিটি ব্র্যাকেট থেকে মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে একটি মাত্র দল। অর্থাৎ, ইতালি ও পর্তুগালের মধ্যে যে কোনও একটি দল আগামী বছরেরে বিশ্বকাপে খেলবে।

বিশ্বকাপের বাছাই পর্বের প্লে-অফে অংশ নিচ্ছে মোট ১২টি দল। চারটি করে দলকে নিয়ে গড়া হয়েছে একটি করে গ্রুপ। প্রতিটি গ্রুপের দু’টি করে দল পরস্পরের বিরুদ্ধে খেলবে প্রথম ম্যাচ। বিজয়ী দু’টি দল খেলবে চূড়ান্ত ম্যাচ। ওই ম্যাচে যে জিতবে, সেই কাতার বিশ্বকাপের মূলপর্বে খেলবে।

আরও পড়ুন-ডার্বি জয়ের হ্যাটট্রিক সবুজ-মেরুনের, তিন বড় ম্যাচে গোল কৃষ্ণর

প্লে-অফের ড্রয়ের পর দেখা যাচ্ছে, রোনাল্ডোর পর্তুগাল প্রথম ম্যাচে মুখোমুখি হবে তুরস্কের। অন্যদিকে, উত্তর মেসিডোনিয়ার বিরুদ্ধে মাঠে নামবে ইতালি। এই দু’টি ম্যাচের বিজয়ী দল চূড়ান্ত লড়াইয়ে একে অপরের বিরুদ্ধে খেলবে। প্রসঙ্গত, ২০১৮ রাশিয়া বিশ্বকাপের মূলপর্বের যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছিল ইতালি। তবে রবার্তো মানচিনির কোচিংয়ে ইউরো কাপ চ্যাম্পিয়ন হয়ে সেই হতাশা কাটিয়েছিল আজুরি বাহিনী। এদিকে, প্লে-অফের বাকি দু’টি গ্রুপের একটিতে রয়েছে স্কটল্যান্ড, ইউক্রেন, ওয়েলস ও অস্ট্রিয়া। অন্যটিতে রয়েছে রাশিয়া, পোল্যান্ড, সুইডেন এবং চেক প্রজাতন্ত্র।

Latest article