কানপুর: শেষবেলায় শুভমান গিলের উইকেট একটা বড় ধাক্কা। জেমিসনকে ইনসুইং ভেবে খেলেছিলেন পাঞ্জাব ওপেনার। বল এক চিলতে আউটসুইং করে তাঁর স্ট্যাম্প নাড়িয়ে দিয়ে গেল। সাড়ে ছ’ফুটি জেমিসন এখন বড় কাঁটা ভারতীয় ব্যাটিংয়ের। যেখানে পারছেন চাপে ফেলছেন ব্যাটসম্যানদের। নিয়ন্ত্রিত সুইং আর মাপা লেংথে বল করে বেশ আতঙ্ক তৈরি করে দিয়েছেন বাইশ গজে।
৪৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল ভারত। ২ রানে শুভমানকে হারিয়ে দিনের শেষে ১৪-১। নয় উইকেট হাতে নিয়ে লিড এখন ৬৩ রানের। এখনও দু’দিন বাকি আর নিউজিল্যান্ডকে এখানে শেষ ইনিংস খেলতে হবে ধরে নিলে ম্যাচের রাশ ভারতের হাতে। কিন্তু তার আগে এই উইকেটে ভদ্রস্থ রানের লিড নিতে হবে রাহানেদের। বোর্ডে অন্তত সাড়ে তিনশো রানের টার্গেট থাকলে অক্ষর-অশ্বিনরা কিউয়িদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবেন।
নিউজিল্যান্ড সকালে কোনও উইকেট না হারিয়ে ১৫১ রান তুলে ফেলার পর মনে হচ্ছিল তারা বড় রান করবে। কিন্তু অক্ষর আর অশ্বিনের সামনে একটু একটু করে ইনিংস গুটিয়ে গেল ২৯৬ রানে। দুই ওপেনার লাথাম (৯৫) ও ইয়ং (৮৯) ছাড়া কারও বলার মতো রান নেই। অক্ষর আর অশ্বিন মিলে কিউয়িদের ব্যাটিংকে এরপর চেপে ধরেছিলেন। গ্রিন পার্কের এই উইকেটে বল ঘুরছে। খুব মারাত্মক না হলেও ঘুরছে। কিন্তু তার থেকেও সমস্যায় ফেলছে উইকেটের লো বাউন্স। বল নিচু হয়ে যাচ্ছে এখানে।
আরও পড়ুন-ঋদ্ধিমানের চোট, পরিবর্ত ভরতের নেমেই তিন শিকার
অক্ষর ঠিক এই সুবিধাটাই নিয়ে গেলেন। পাঁচ উইকেট নিলেন ৬২ রানে। ভারতকে ম্যাচে ফেরালেন তিনি। তাঁর পাশে অশ্বিনের ৮২ রানে তিন উইকেট। তবে তিন উইকেটের সঙ্গে এদিন আম্পায়ার নীতিন মেননের সঙ্গে কথা কাটাকাটিতেও জড়িয়েছেন তিনি। বল করতে এসে ডায়গোনাল রান-আপ থেকে ফলো-থ্রুতে আম্পায়ারের দৃষ্টিপথের সামনে চলে আসায় মেনন তাঁকে ৭৭তম ওভারে সতর্ক করে দেন। কিন্তু সেটা দীর্ঘকায় অফস্পিনারের পছন্দ হয়নি। এর তিন ওভার আগে মেনন তাঁর বলে লাথামের যে এলবি আপিল নাকচ করেছিলেন, তাও পছন্দ হয়নি অশ্বিনের। দু’জনের বাক্যবিনিময়ের মাঝে রাহানেকে হস্তক্ষেপ করতে হয়েছে। পরে ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ ভারতীয় কোচ দ্রাবিড়ের সঙ্গে কথা বলেন।
স্কোরবোর্ড, তৃতীয় দিন
ভারত (প্রথম ইনিংস) : ৩৪৫,
নিউজিল্যান্ড (প্রথম ইনিংস) :
(আগের দিনের বিনা উইকেটে ১২৯ রানের পর)
টম ল্যাথাম স্টাম্প ভরত ব অক্ষর ৯৫, উইল ইয়ং ক ভরত ব অশ্বিন ৮৯, কেন উইলিয়ামসন এলবিডব্লু ব উমেশ ১৮, রস টেলর ক ভরত ব অক্ষর ১১, হেনরি নিকোলস এলবিডব্লু ব অক্ষর ২, টম ব্লান্ডেল বোল্ড অক্ষর ১৩, রাচিন রবীন্দ্র বোল্ড জাদেজা ১৩, কাইল জেমিসন ক অক্ষর ব অশ্বিন ২৩, টিম সাউদি বোল্ড অক্ষর ৫, উইলিয়াম সমালভিল বোল্ড অশ্বিন ৬, আজাজ প্যাটেল নট আউট ৫। অতিরিক্ত : ১৬। মোট (১৪২.৩ ওভারে অল আউট) : ২৯৬ রান।
উইকেট পতন: ১-১৫১, ২-১৯৭, ৩-২১৪, ৪-২১৮, ৫-২২৭, ৬-২৪১, ৭-২৫৮, ৮-২৭০, ৯-২৮৪, ১০-২৯৬।
বোলিং : ইশান্ত শর্মা ১৫-৫-৩৫-০, উমেশ যাদব ১৮-৩-৫০-১, রবিচন্দ্রন অশ্বিন ৪২.৩-১০-৮২-৩, রবীন্দ্র জাদেজা ৩৩-১০-৫৭-১, অক্ষর প্যাটেল ৩৪-৬-৬২-৫।
ভারত (দ্বিতীয় ইনিংস) :
মায়াঙ্ক আগরওয়াল নট আউট ৪, শুভমান গিল বোল্ড জেমিসন ১, চেতেশ্বর পূজারা নট আউট ৯। মোট (৫ ওভারে ১ উইকেটে) : ১৪।
উইকেট পতন: ১-২।
বোলিং : টিম সাউদি ২-১-২-০, কাইল জেমিসন ২-০-৮-১, আজাজ প্যাটেল ১-০-৪-০।