সংবাদদাতা, আলিপুরদুয়ার : সদিচ্ছা থাকলে এবং লাগাতার উদ্যোগ নিয়ে যে সুফল মেলে তা দেখিয়ে দিল আলিপুর জেলার মাদারিহাটের টোটোপাড়া। এখানকার বহু মানুষ সঠিক চিকিৎসার অভাবে দৃষ্টিহীন হয়ে পড়তেন। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর জেলা স্বাস্থ্য দফতর এই সমস্যা নিয়ে কাজ শুরু করে। দু’বছরের চেষ্টায় সেই টোটোপাড়া হল অন্ধত্বমুক্ত।
আরও পড়ুন-ভেত্তোরি বললেন মুম্বইয়ে বিরাট এলে সরে দাঁড়াতে হবে রাহানেকে
এই কাজে জেলা স্বাস্থ্য দফতরের পাশে থাকে সাইট সেভার ও সিদ্ধি নামে দুই স্বেচ্ছাসেবী সংগঠন ও শিলিগুড়ি গ্রেটার লায়ন্স হাসপাতাল। ২০১৯-এর ডিসেম্বর থেকে শুরু হয় নিয়মিত চোখপরীক্ষা, ছানি অপারেশন ইত্যাদি। প্রায় দু’বছর নিরলস প্রচেষ্টার ফল মিলল। সম্পূর্ণরূপে অন্ধত্ব ঘুচল মাদারিহাটের টোটোপাড়া গ্রামের। যেখানে বাস করেন আদিম লুপ্তপ্রায় টোটো জনজাতি।
আরও পড়ুন-কোচ বলছেন পাপালি দলের পাশেই থাকে
প্রথমে টোটোপাড়ার গ্রামবাসীদের নিয়ে ছানিজনিত কারণে দৃষ্টিহীন ব্যক্তিদের চিহ্নিত করা হয়। তারপর বিভিন্ন সময়ে চক্ষুপরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হাসপাতালের চক্ষুবিশেষজ্ঞের দিয়ে চোখ পরীক্ষাও করা হয়। সেই সঙ্গে সাইট সেভার ও সিদ্ধি নামক সংস্থা ও স্বাস্থ্য দফতরের সহযোগিতায় তাঁদের চোখে অস্ত্রোপচার করিয়ে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার কাজ চলেছে অবিরাম। এই লাগাতার উদ্যোগের ফলেই রাজ্যে প্রথম আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের দুর্গম টোটোপাড়া আজ ‘অন্ধত্বমুক্ত’ গ্রামে পরিণত হল।