ভেত্তোরি বললেন মুম্বইয়ে বিরাট এলে সরে দাঁড়াতে হবে রাহানেকে

কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে ফের ব্যর্থ হওয়ার পর রাহানেকে দলের বাইরে রাখার দাবি আরও জোরালো।

Must read

নয়াদিল্লি, ২৮ নভেম্বর : ধারাবাহিক ব্যর্থতায় আজিঙ্ক রাহানের টেস্ট ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে ফের ব্যর্থ হওয়ার পর রাহানেকে দলের বাইরে রাখার দাবি আরও জোরালো। গ্রিন পার্কে প্রথম ইনিংসে কিউয়ি পেসার কাইল জেমিসনের বল স্টাম্পে টেনে এনে ৩৫ রান করে আউট হন চলতি টেস্টের অধিনায়ক রাহানে। এদিন দ্বিতীয় ইনিংসে মাত্র ৪ রান করে স্পিনার আজাজ প্যাটেলের বলে এলবিডব্লিউ হন।

আরও পড়ুন-কোচ বলছেন পাপালি দলের পাশেই থাকে

এরপরই রাহানেকে মুম্বই টেস্টে বসানোর দাবি জোরালো হল। প্রাক্তন নিউজিল্যান্ড স্পিনার ড্যানিয়েল ভেত্তোরি বলে দিলেন, মুম্বই টেস্টে বিরাট কোহলিকে জায়গা করে দেওয়া উচিত রাহানের। প্রাক্তন কিউয়ি স্পিনারের বক্তব্য, ‘‘আমি মনে করি টেস্ট অভিষেকে যে শতরান করছে, তাকে বাদ দেওয়া কঠিন। তাই পরের টেস্টে কোহলিকে জায়গা ছেড়ে দেওয়া উচিত রাহানের।’’

ভেত্তোরি আরও বলেন, ‘‘আমি এখনও মনে করি, রাহানে দুর্দান্ত প্লেয়ার। ও আসলে চাইছে আক্রমণাত্মক হতে। কিন্তু আউট হয়ে যাচ্ছে। একটা টেস্ট না খেলে যদি ও নিজের ব্যাটিং নিয়ে হোমওয়ার্ক করে, তাহলে নিজেকে ফিরে পেতে পারে। এই বিরতিটা ওর জন্য ভাল হবে।’’ ভেত্তোরি এও মনে করছেন, নিজেকে সরিয়ে নিলে রাহানের কেরিয়ার শেষ হয়ে যাবে না। নিজের ব্যাটিংকে পরিমার্জন করে ফিরে আসার সুযোগ পাবে।

Latest article