সর্পাঘাতের তথ্য জানতে সব রাজ্যকে চিঠি দিল কেন্দ্র

বছরে ৩ লক্ষ আক্রান্ত, বাড়ছে মৃত্যু

Must read

প্রতিবেদন: সাপের কামড়ে (Snakebite) মৃত্যু বাড়ছে সারা দেশে৷ প্রতিষেধক বাড়ন্ত। সর্পাঘাতে মৃত্যুর হার চিন্তায় ফেলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে৷ প্রতি বছর গড়ে ৩ লক্ষ লোক সাপের কামড়ের সম্মুখীন হচ্ছেন৷ এর মধ্যে ২০০০-র বেশি লোক প্রাণ হারাচ্ছেন সাপের (Snakebite) বিষে৷ এই পরিসংখ্যান সামনে আসার পরেই নড়েচড়ে বসেছে মোদি সরকার৷ রাতারাতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে চিঠি পাঠানো হয়েছে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে৷ প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে এবার থেকে তাদের রাজ্যে ঘটা সাপের কামড়ে মৃত্যুর সব ঘটনা ও তথ্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে সরকারি চিঠিতে৷ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলভিত্তিক তথ্য হাতে পাওয়ার পরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যথোচিত পরিকল্পনা গ্রহণ করে সর্পাঘাতে প্রাণহানি রোখার চেষ্টা করবে বলে দাবি সরকারের। বর্ষার মরশুমে সাপের কামড়ের উপদ্রব বাড়ে সারা দেশেই৷ সেই বিষয়টি মাথায় রেখে সব সরকারি হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সাপের কামড়ের প্রতিষেধক পর্যাপ্ত পরিমাণে মজুত রাখা প্রয়োজন বলে জানানো হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের চিঠিতে।

আরও পড়ুন-গোষ্ঠীদ্বন্দ্বই বড় কাঁটা স্বীকার করল কংগ্রেস

Latest article