প্রতিবেদন : টোকেন চালু হতেই যাত্রী সংখ্যা বাড়তে শুরু করল কলকাতা মেট্রোয়। গত তিন-চারদিন ধরে প্রতিদিনই একটু একটু করে বাড়ছে যাত্রী সংখ্যা। প্রায় বছর দুয়েকের ব্যবধানে গত বৃহস্পতিবার ২৫ নভেম্বর থেকে টোকেন চালু হয়েছে কলকাতা মেট্রোয়। করোনাকালে সংক্রমণ রুখতে টোকেন ব্যবস্থা বন্ধ করেছিল মেট্রো কর্তৃপক্ষ।
আরও পড়ুন-পড়ুয়াদের স্কুলে ফেরাতে উদ্যোগ বিকাশ ভবনের
মেট্রোয় চড়তে গেলে এতদিন বাধ্যতামূলক ছিল স্মার্ট কার্ড। কিন্তু যাত্রীদের দাবি মেনে অবশেষে চালু হয় টোকেন ব্যবস্থা। মেট্রো সূত্রে জানা গিয়েছে, চালুর দ্বিতীয় দিন থেকেই ধীরে ধীরে যাত্রী সংখ্যা বাড়তে শুরু করেছে মেট্রোয়। টোকেন চালু হওয়ার পর প্রথম রবিবারও সেই ধারা অব্যাহত। গত শুক্রবার সারাদিনে মেট্রোয় যাত্রী বেড়েছে প্রায় ৪৪ হাজার। এর জেরে অনেকদিন পর দৈনিক যাত্রীসংখ্যা সাড়ে তিন লাখের গণ্ডি ছাড়াল কলকাতা মেট্রোয়। লকডাউনের পর গত প্রায় দু’বছরে একদিনে এত সংখ্যক যাত্রী বহনের রেকর্ড নেই মেট্রোর।
আরও পড়ুন-ত্রিপুরায় কোনও ভোটই হয়নি, বললেন ফিরহাদ
টোকেন চালুর প্রথম দিনই যাত্রী সংখ্যা বেড়েছিল মেট্রোয়। আর দ্বিতীয় দিনে তা আরও হাজার দশেক বেড়ে গেল। এই যাত্রী সংখ্যার একটা বড় অংশই টোকেনের ক্রেতা। বাকিরা স্মার্ট কার্ডধারী। মেট্রো কর্তাদের আশা, টোকেন চালু হলে দৈনিক পঞ্চাশ থেকে ষাট হাজার যাত্রী বাড়বে। এখনও দেখার ক’দিনে এই লক্ষ্যমাত্রা ছুঁতে পারে তারা। স্কুল-কলেজ সহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলি পুরোদমে চালু হয়ে গেলে স্বাভাবিক ভাবেই যাত্রী সংখ্যা বাড়বে মেট্রোয়। যাত্রী সংখ্যা বাড়ায় সংক্রমণ নিয়ে সতর্ক কর্তৃপক্ষ। তাই টোকেনগুলি নিয়মিত ভাবে স্যানিটাইজ করার কাজও চলছে।