পড়ুয়াদের স্কুলে ফেরাতে উদ্যোগ বিকাশ ভবনের

এজন্য পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন করার ওপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। সপ্তাহের প্রতি শনিবার এই প্রচার চালানো হবে।

Must read

প্রতিবেদন : প্রায় কুড়ি মাস পর খুলেছে রাজ্যের স্কুল-কলেজ। কিন্তু দীর্ঘ বিরতির জেরে স্কুলে যেতে প্রবল অনীহা পড়ুয়াদের। অন্তত গত কয়েকদিনে উপস্থিতির হার তারই সাক্ষী দিচ্ছে। উপস্থিতির হারে কলকাতার পরিসংখ্যান বেশ খারাপ। জেলার অবস্থা আরও খারাপ। এই পরিস্থিতিতে হাল ফেরাতে আসরে নামল শিক্ষা দফতর। স্কুলে পড়ুয়াদের উপস্থিতির হার বাড়াতে এবার স্কুলের প্রধান শিক্ষকদের চিঠি দিল বিকাশ ভবন।

আরও পড়ুন-ত্রিপুরায় কোনও ভোটই হয়নি, বললেন ফিরহাদ

করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকায় কিছুদিন আগে স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারাই এখন কেবল স্কুলে যাচ্ছে। বাকি পড়ুয়াদের জন্য এখনও অনলাইন ক্লাস চালু রয়েছে। পড়ুয়াদের স্কুলে ফেরাতে বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের কাছে আবেদন করছেন শিক্ষকরাও। এমনিতে করোনা আতঙ্ক তো আছেই, সেই সঙ্গে দীর্ঘ বিরতির কারণে অনেক পড়ুয়াই অন্য কোনও কাজে যুক্ত হয়ে গিয়েছে। তাই এই অবস্থা বলেই ধারণা বিশেষজ্ঞদের। এবার পড়ুয়াদের স্কুলে ফেরাতে তৎপর হতে আবেদন জানিয়েছে শিক্ষা দফতর।

আরও পড়ুন-মানুষ কিন্তু ভোট দেবেন দিদিকে দেখেই : ফরিদা

এজন্য পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন করার ওপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। সপ্তাহের প্রতি শনিবার এই প্রচার চালানো হবে। এ নিয়ে সাপ্তাহিক রিপোর্ট দিতে হবে প্রধান শিক্ষকদের। শিক্ষা দফতরের তরফে জেলা প্রশাসনকেও একাধিক পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। পার্শ্বশিক্ষকরা অভিভাবকদের সচেতন করবেন পড়ুয়াকে স্কুলে ফেরানোর জন্য। প্রয়োজনে যাতে শিক্ষকরা পড়ুয়াদের বাড়ি বাড়ি যান, সেই নির্দেশও দেওয়া হয়েছে। পঞ্চায়েত প্রধানকে নিয়ে বৈঠক করতে হবে শিক্ষকদের। পড়ুয়াদের ক্লাসরুমে ফেরাতে কোনও চেষ্টাই বাদ রাখতে চাইছেন না শিক্ষা দফতরের কর্তারা।

Latest article