শিল্ডে কাশ্মীরকে হারিয়ে চমক দিল কাস্টমস

গোলের সুযোগও নষ্ট করেন তিনি।

Must read

প্রতিবেদন : এরিয়ানের পর আইএফএ শিল্ডে চমক দিল কলকাতা লিগের আর এক দল ক্যালকাটা কাস্টমস। রবিবার ইস্টবেঙ্গল মাঠে আই লিগের পূর্ণ শক্তির দল রিয়েল কাশ্মীর এফসি-কে ১-০ গোলে হারিয়ে দিল কাস্টমস। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ইন্ডিয়ান অ্যারোজকে সহজেই হারানোর পর রবার্টসনের দল এদিনের ম্যাচ থেকেও সহজেই তিন পয়েন্ট আশা করেছিল।

আরও পড়ুন-টোকেন চালু হতেই যাত্রী বাড়ল মেট্রোয়

কিন্তু ফুটবলে সব কিছু দ্রুত বদলে যায়। এদিনের ম্যাচে তা আরও একবার প্রমাণিত হল। কাস্টমসের বাঙালি ফুটবলাররা উজ্জীবিত ফুটবল খেলে জয় ছিনিয়ে নিলেন। প্রথমার্ধের ইনজুরি টাইমে কাস্টমসের পক্ষে জয়সূচক গোলটি করেন রবি হাঁসদা। দ্বিতীয়ার্ধে গোল শোধের মরিয়া চেষ্টায় কাস্টমস রক্ষণে চাপ বাড়ায় কাশ্মীর। কিন্তু আগের ম্যাচে ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে গোল করে ম্যাচের সেরা হওয়া স্প্যানিশ মিডফিল্ডার ফ্রান গঞ্জালেজ এদিন দাগ কাটতে পারেননি।

আরও পড়ুন-পড়ুয়াদের স্কুলে ফেরাতে উদ্যোগ বিকাশ ভবনের

গোলের সুযোগও নষ্ট করেন তিনি। উত্তেজনাপূর্ণ ম্যাচে দ্বিতীয়ার্ধে বেশ কিছু ফাউল হয়। রিয়েল কাশ্মীরের একজন ও কাস্টমসের তিনজন ফুটবলার হলুদ কার্ড দেখেন। শেষ পর্যন্ত স্কোরবোর্ডে বদল হয়নি। একমাত্র গোলেই ম্যাচ জিতেই শিল্ডে অভিযান শুরু করল কাস্টমস।

Latest article