মুম্বই, ১ ডিসেম্বর : শুক্রবার থেকে মুম্বইয়ে শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট। মুম্বইয়ে ভারতের প্রথম একাদশ কী হবে, তা নিয়ে জোর চর্চা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বিরাট কোহলি দলে ফিরেছেন। প্রশ্ন কানপুরের দল থেকে বাদ যাবেন কে?
ভারতীয় দলের বোলিং কোচ পারস মামরে অবশ্য সাফ জানাচ্ছেন, এটা কোনও সমস্যাই নয়। বুধবার ভার্চুয়াল প্রেস মিটে তিনি বলেন, ‘‘এটা এমন এক সমস্যা, যার স্বাদ সব দলই পেতে চাইবে। এই ঘটনা প্রমাণ করছে, দলে কতটা গভীরতা রয়েছে।’’
আরও পড়ুন-দক্ষিণ আফ্রিকা সফরের দল নির্বাচন পিছিয়ে দিল বোর্ড
টানা ব্যর্থতার পরেও মুম্বইয়ে যে চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানে খেলছেন, তা টিম ম্যানেজমেন্ট গত কয়েক দিনে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে। এদিকে, অভিষেক টেস্টের দু’ইনিংসে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন শ্রেয়স আইয়ার। ফলে তাঁকে বাদ দেওয়ার প্রশ্নই নেই। মামরে বলছেন, ‘‘শ্রেয়স জীবনের প্রথম টেস্টেই জাত চিনিয়েছে। অজিঙ্ক ও পূজারা দলের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান। এরপর বিরাট ফেরায় আমাদের ব্যাটিং গভীরতা আরও বেড়ে গেল। ওয়াংখেড়ের পিচ দেখার পরেই সঠিক কম্বিনেশন বেছে নেওয়া হবে।’’
আরও পড়ুন-কলকাতা পুরভোটে হস্তক্ষেপ নয় হাইকোর্টের
এদিকে, উইকেটকিপার ঋদ্ধিমান সাহা চোট নিয়ে কানপুরে খেলেছিলেন। ঘাড়ের ব্যথায় কাবু ঋদ্ধি দ্বিতীয় ইনিংসে চাপের মুখে অপরাজিত হাফ সেঞ্চুরি হাঁকালেও, তাঁর বদলে দু’ইনিংসের অধিকাংশ সময়েই কিপিং করে নজর কেড়েছেন শ্রীকর ভরত। ঋদ্ধি প্রসঙ্গে মামরের বক্তব্য, ‘‘ফিজিও ওর চোটের দিকে নজর রাখছে। মুম্বই টেস্টে ঋদ্ধিমান খেলবে কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে টেস্ট ম্যাচ শুরুর আগে। ও কী কন্ডিশনে আছে, তা দেখার পর।’’
আরও পড়ুন-শুক্রবার থেকেই ঝড়বৃষ্টি
গ্রিন পার্কে ঋদ্ধির অপরাজিত ৬১ রানের প্রশংসা করেছেন মামরে। তিনি বলেন, ‘‘ঘাড়ের যন্ত্রণা সত্ত্বেও সাহা (ঋদ্ধিমান) যেভাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করল, তার তারিফ করতেই হচ্ছে। আমরা সবাই জানতাম, ওর ঘাড়ে ব্যথা রয়েছে। তবুও টিমের স্বার্থে সাহা পিছিয়ে যায়নি। গোটা দল ওর লড়াকু মানসিকতায় খুশি।’’