প্রতিবেদন : শুধু জয় নয়। জয়ের ব্যবধান বাড়ানোই তাঁর লক্ষ্য। তিনি ৩২ নম্বর ওয়ার্ডের প্রার্থী শান্তিরঞ্জন কুণ্ডু। দক্ষ সংগঠক। দ্বিতীয় বারের জন্য পুরভোটের লড়াইয়ে। শান্তিরঞ্জন কুণ্ডু কলকাতা পুরসভার ৩২ নম্বর ওয়ার্ড থেকে আবার দলের প্রার্থী। প্রচারে এতটুকুও ফাঁকি দিচ্ছেন না। শান্তির কথায়, ওয়ার্ডের একজন মানুষও যাতে না ভাবেন যে তাঁর অহংকার তৈরি হয়েছে। বছরভর মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ। এলাকার সবরকম সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল। রাজনীতি করছেন অনেক ছোট থেকেই। বিধায়ক সাধন পান্ডের হাত ধরে এতদূর আসা। ভোটারদের কাছে কাজের খতিয়ান তুলে ধরছেন। তিনি কী করেছেন আর কী পারেননি নিজেই বলছেন। শান্তির কথায়, যাঁরা আমায় ভোট দিয়েছেন বা দেননি আমি সকলের জনপ্রতিনিধি। তাই তাঁদের জবাবদিহিটা আমি নিজেই করছি। তরুণ প্রজন্মের রাজনীতিক সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে আছেন। সেখানেও ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ রাখেন নিরন্তর। তাই আত্মবিশ্বাসী শান্তিরঞ্জন কুণ্ডু নিজের প্রচারের পাশাপাশি অন্য ওয়ার্ডেও যাবেন দলীয় সতীর্থের প্রচারে।
আরও পড়ুন-তৃণমূলনেত্রীর পাশে Akhilesh Yadav