Swapan Samaddar: ওয়ার্ড বদলেও চিন্তা নেই স্বপনের

Must read

মণীশ কীর্তনীয়া : কলকাতা পুর ভোটের আসরে অন্যতম পোড়খাওয়া চরিত্র তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) স্বপন সমাদ্দার (Swapan Samaddar)। ১৯৯৫ সাল থেকে কাউন্সিলর। একাধিক দফতরের মেয়র ইন কাউন্সিল। পুরভোটে তৃণমূল কংগ্রেসের অন্যতম হেভিওয়েট প্রার্থী স্বপন সমাদ্দার (Swapan Samaddar)। মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগই নির্বাচনে আমার আসল শক্তি, বলছিলেন স্বপন। প্রার্থী ঘোষণা হওয়ার পরই নেমে পড়েছেন প্রচারে। উত্তর কলকাতার ৫৬ নম্বর ওয়ার্ডে এবার দল তাঁকে প্রার্থী করেছে। এর আগে ৩০ ও ৫৮ নম্বর ওয়ার্ডেও জিতেছেন লড়াকু এই তৃণমূল কংগ্রেস নেতা। এবারও তাঁর ওয়ার্ড বদল হয়েছে। তবে তাতে বিন্দুমাত্র চিন্তিত নন তিনি। যে ওয়ার্ডেই যান না কেন অসম্ভব জনপ্রিয় এই মানুষটি সেই ওয়ার্ডের মানুষের কাছের লোক হয়ে ওঠেন।

আরও পড়ুন-Bappaditya Dasgupta: প্রতিদিনই তিনি দেখেন উন্নয়নের স্বপ্ন

কাকুঁড়গাছির (Kankurgachi) যে অফিসে বসে কথা হচ্ছিল সেটা ৩০ নং ওয়ার্ডের মধ্যে পড়ে। তাঁর অবাধ বিচরণ সর্বত্র। বললেন, ‘যতই ১৯৯৫ সাল থেকে রাজনীতি করি না কেন এখনও প্রতিদিন মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখি। কোথাও এতটুকু ফাঁক রাখিনি। তাই ওয়ার্ড বদল হলেও চিন্তা নেই, কারণ মানুষ জানেন স্বপন সমাদ্দারকে  সব সময় পাশে পাওয়া যায়। যখন রাজনীতি শুরু করেছিলাম তখন বর্তমান প্রজন্মের অনেকেরই জন্ম হয়নি। ১৯৯৫ সালে যে রকম ছিলেন, ২০২১ এসেও একই রকম ভাবে মানুষের কাজে ব্যস্ত ও জনপ্রিয় স্বপন সমাদ্দার। নিজেকে বদলাননি দীর্ঘ দিনের এই জনপ্রতিনিধি।

আরও পড়ুন-‘মমতা বাংলার বাঘিনি’, বলল Saamana

Latest article