বেতন অমিল

Must read

পাকিস্তানের ইমরান খান সরকারের জরাজীর্ণ আর্থিক অবস্থা আরও একবার প্রকাশ করে দিল সার্বিয়ার পাক দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে একটি ট্যুইট করে জানানো হয়েছে, তিন মাস ধরে কর্মীরা বেতন পাচ্ছেন না। এই পরিস্থিতিতে কীভাবে নীরবে তাঁদের পক্ষে কাজ করা সম্ভব। সংসার চালাতে তাঁদের প্রতি মাসেই অর্থ খরচ করতে হয়। কিন্তু তিন মাস বেতন না পাওয়ায় সংসার কার্যত অচল হয়ে পড়েছে। সময়মতো স্কুলের বেতন দিতে না পারায় সন্তানদের স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে। এটাই আপনার নতুন পাকিস্তান। দুঃখিত এই পোস্ট করা ছাড়া আমাদের আর কোনও উপায় ছিল না। এই পোস্টটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক মঞ্চে ফের একবার পাকিস্তানকে লজ্জায় পড়তে হয়। তবে পাক বিদেশ মন্ত্রকের পাল্টা দাবি, সার্বিয়ার ট্যুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করে ওই পোস্ট করা হয়েছে। ওই পোস্টে যা লেখা হয়েছে তা ভিত্তিহীন।

আরও পড়ুন-‘মমতা বাংলার বাঘিনি’, বলল Saamana

Latest article