তৃণমূলনেত্রীর পাশে Akhilesh Yadav

কংগ্রেসকে দুরমুশ করে বললেন, মমতাজির নেতৃত্বে বিজেপি বিরোধী জোট হলে তাতে যোগ দেবে সপাও

Must read

প্রতিবেদন : তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) নেতৃত্বে দেশে বিজেপি বিরোধী জোট গঠিত হলে সেই জোটে যোগ দিতে তিনি প্রস্তুত৷ জানালেন সমাজবাদী পার্টির নেতা ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব (Akhilesh Yadav)। ঝাঁসিতে এক জনসভায় সপা প্রধান বলেন, ২০২১- এর মে মাসে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হাতে বিজেপির যে হাল হয়েছে, ২০২২-এর উত্তরপ্রদেশ ভোটেও সেই একই অবস্থা হবে তাদের। পশ্চিমবঙ্গের (West Bengal) মতো উত্তরপ্রদেশেও মুছে যাবে বিজেপি। বিজেপিকে হারাতে আমি তৃণমূল কংগ্রেস নেত্রীকে উত্তরপ্রদেশে স্বাগত জানাই। যেভাবে তিনি মোদি–শাহের দলকে পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করেছেন, ঠিক একইভাবে উত্তরপ্রদেশের মানুষও গেরুয়া দলকে এরাজ্য থেকে তাড়াবে। রাজনৈতিক মহল মনে করছে, গোটা দেশে বিজেপির বিরুদ্ধে জোট গড়ে তোলার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্যোগ নিয়েছেন তাতে গুরুত্বপূর্ণ মুহূর্তে তাঁর পাশে এসে দাঁড়ালেন অখিলেশ যাদব। ২০২৪-এর লোকসভা নির্বাচনে তৃণমূলনেত্রী বিরোধী জোটের নেতৃত্ব দিলে তাতে সপার সমর্থন থাকবে বলে স্পষ্ট করে দিয়েছেন অখিলেশ (Akhilesh Yadav)৷

আরও পড়ুন-‘মমতা বাংলার বাঘিনি’, বলল Saamana

ইতিমধ্যেই মহারাষ্ট্রে শরদ পাওয়ারের (Sharad Pawar) এনসিপিও মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী জোট গঠনের আহ্বান জানিয়েছে। এরপর সপা প্রধান অখিলেশ যাদবও তৃণমূলনেত্রীকে বিরোধী জোট গঠনে উদ্যোগী হতে অনুরোধ করায় হিন্দি বলয়ের রাজনীতিতে নিশ্চিতভাবে এটি তাৎপর্যপূর্ণ ঘটনা। তৃণমূলনেত্রীর পাশে থাকার বার্তা দেওয়ার সঙ্গে অখিলেশ যাদব কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন। তিনি বলেন, উত্তরপ্রদেশে কংগ্রেস মুছে যাবে। মানুষ ওদের একটি আসনও দেবে না, অর্থাৎ কংগ্রেস শূন্য হয়ে যাবে এই রাজ্যে। সপা প্রধান বলেন, কংগ্রেসের কি আজ আর কোনও শক্তি আছে নাকি? বিজেপির নীতিও যা, কংগ্রেসেরও তাই৷ দুই দলের মধ্যে কোনও পার্থক্য নেই৷ দুই দলই জনবিরোধী৷ উত্তরপ্রদেশের মানুষ আগামী নির্বাচনে এটা প্রমাণ করে দেবে যে, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্যে কংগ্রেস শূন্য হয়ে গিয়েছে৷ তাদের পাশে মানুষ নেই৷

Latest article