মানস দাস, মালদহ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার মালদহে একাধিক শিল্প গড়ে তোলার কথা ঘোষণা করলেন। বৈঠক থেকেই তিনি শিল্পায়নের পাশাপাশি জোর দিলেন কর্মসংস্থানে। ডিম উৎপাদন শুরু হয়েছে। কর্মসংস্থানও হয়েছে। এই প্রথম জেলায় পাইপ লাইন ইউনিট স্থাপিত হয়েছে শিল্পকেন্দ্রের মাধ্যমে। এবার মাঝারি শিল্পে ব্যাপক হারে লগ্নি হতে চলেছে মালদহে।
আরও পড়ুন-বদলে দিয়েছেন বস্তিজীবন
ইথাইল প্ল্যান্ট তৈরির কারখানার কাজ চলছে দ্রুত গতিতে। যেখানে ৪৬০ কোটি টাকা লগ্নি করছে একটি বেসরকারি সংস্থা। সেখানে ২৩০০ জনের কর্মসংস্থান হবে বলে জানা গিয়েছে। খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মাধ্যমে একাধিক প্রকল্প রূপায়ণের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার বৈঠকে বসে একথা জানান মুখ্যমন্ত্রী। মালদহের আম জগদ্বিখ্যাত আর এই আমকে ঘিরে অনেকটাই নির্ভর করে জেলার অর্থনীতি। জেলায় ৩১ হাজার হেক্টর আমবাগান রয়েছে।
আরও পড়ুন-এক ফোনেই হাজির জুঁই
প্রতিবছর প্রায় ৩ লক্ষ ৩ হাজার মেট্রিক টন আম উৎপাদন হয়। ইতিমধ্যেই জেলায় রাজ্য সরকারের উদ্যোগে একটি ম্যাঙ্গো হাব তৈরি হয়েছে। আরেকটি ম্যাঙ্গো হাব তৈরির জন্য বণিকমহলকে আহ্বান জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি বিদেশে আম রফতানি করার জন্য আমচাষিদের সবরকম সাহায্যের আশ্বাস দেন। অপরদিকে কার্পেট ক্লাস্টার, সিল্ক পার্ক, ফুড পার্ককে কাজে লাগিয়ে শিল্পায়ন ও কর্মসংস্থানে জোর দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-প্রয়াত প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতের উদ্দেশ্যে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
এজন্য উত্তরবঙ্গের ৬টি জেলাকে নিয়ে একটি বাণিজ্য সম্মেলন করার কথা জানান তিনি। এই বাণিজ্যে সম্মেলনের মাধ্যমে উত্তরবঙ্গে শিল্পে ব্যাপক লগ্নি আসবে বলে মুখ্যমন্ত্রী আশাবাদী। মালদহ জেলা শিল্পকেন্দ্রের মাধ্যমেই আগামী ফেব্রুয়ারি মাসে হতে চলেছে বাণিজ্য সম্মেলন। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের পর শিল্প নিয়ে আশাবাদী জেলার বণিকমহল। আগামী দিনে শিল্পের পাশাপাশি কর্মসংস্থানে জোর দিয়ে রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করাই মুখ্যমন্ত্রীর একমাত্র লক্ষ্য।