সভাধিপতি নির্বাচনের নির্দেশ

মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আরও বেশি উন্নয়নমুখী হয়ে উঠবে মালদহ জেলা পরিষদ, এই আশায় বুক বাঁধছেন জেলা পরিষদের সদস্য ও কর্মাধ্যক্ষরা।

Must read

সংবাদদাতা, মালদহ : উন্নয়ন ব্যাহত হোক তা কোনওমতেই চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহ জেলা পরিষদে কোনও সভাধিপতিই নেই, তা শোনামাত্রই রাজ্যের মুখ্যসচিব, পঞ্চায়েত সচিব ও জেলাশাসককে অবিলম্বে রিপোর্ট পাঠানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি দ্রুত সভাধিপতি নির্বাচনের বিষয়টি সমাধান করার ব্যবস্থা করবেন বলেও জানান মুখ্যমন্ত্রী। উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে বলেই এদিন সাফ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

আরও পড়ুন-নতুন মালদহ গড়ার ডাক মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর অবশেষে মিটতে চলেছে মালদহ জেলা পরিষদের সভাধিপতি নির্বাচনের বিষয়টি। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আরও বেশি উন্নয়নমুখী হয়ে উঠবে মালদহ জেলা পরিষদ, এই আশায় বুক বাঁধছেন জেলা পরিষদের সদস্য ও কর্মাধ্যক্ষরা। অন্যদিকে মালদহ জেলার ১৫টি ব্লকের বিডিওদের একশো দিনের কাজের কর্মদিবস দ্রুত বাড়ানোর নির্দেশ দেন তিনি। জব কার্ড প্রাপকদের সচেতনতার মাধ্যমে একশো দিনের কাজে উৎসাহ দেওয়ার কথাও বলেন।

স্থানীয় প্রশাসনকে এ নিয়ে সজাগ থাকার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, একশো দিনের কাজে কর্মদিবসের সংখ্যা বাড়াতে পারলে এ রাজ্যের বাসিন্দাদের ভিন রাজ্যে যাওয়ার প্রবণতা আটকানো সম্ভব বলেও জানান মুখ্যমন্ত্রী।

Latest article