সংবাদদাতা, শিলিগুড়ি : ইভটিজারদের জন্য খারাপ খবর। তাদের জারিজুরি খতম হবে ‘বাঘিনিদের’ হাতে। এই বাঘিনি আসলে প্রশিক্ষিত মহিলারা, যারা নিজেদের আত্মরক্ষা নিজেরাই করবে। শিলিগুড়ি শহরের মহিলাদের জন্য ‘বাঘিনি’ নামক বিশেষ প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া শুরু করল মেট্রোপলিটন পুলিশ কমিশনার। শহরের বিভিন্ন সংস্থা থেকে প্রথম পর্যায়ে ১৭ বছরের ওপরের ১০০ জন মেয়েকে চিহ্নিত করে কমিশনারেটের মাঠেই প্রশিক্ষণ দেওয়া শুরু হল শনিবার।
আরও পড়ুন-বিএসএফ-এক্তিয়ার সমালোচনায় উদয়ন
কিছুদিন আগে পুলিশ কমিশনার গৌরব শর্মা শিলিগুড়িতে মহিলা পুলিশের বিশেষ বাহিনী তৈরি করে প্রশংসিত হয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে। এবার সাধারণ মেয়েদের ‘বাঘিনি’ তৈরি করতে প্রশিক্ষণ দেওয়া শুরু করলেন। শুধু আত্মরক্ষা নয়, মহিলাদের আইনি সচেতনতার পাঠ পড়াতেও উদ্যোগ নিচ্ছে পুলিশ। সকাল সাড়ে সাতটা থেকে কমিশনারেটের মাঠে ১০০ জন মেয়েকে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়। চারদিন চলবে। প্রকল্পের সূচনা করেন কমিশনার গৌরব শর্মা।
আরও পড়ুন-হামলা তৃণমূল নেতার ওপর
ছিলেন পুলিশের সমস্ত আধিকারিক ও আইসিসির চেয়ারম্যান নিশান্ত মিত্তাল এবং অর্জুন মান্তু ঘোষ। মহিলারা রাস্তায় সমস্যায় পড়লে কীভাবে আত্মরক্ষা করবে, শিবিরে তারই নানাবিধ কৌশল শেখানো হবে। গৌরব শর্মা বলেন, আত্মরক্ষা ও আইনি সচেতনতা পাশাপাশি মহিলাদের শিলিগুড়ি থানার বিভিন্ন কাজ সম্পর্কেও অবগত করা হবে। কীভাবে এফআইআর করতে হবে ইত্যাদিও শেখানো হবে।