বিএসএফ-এক্তিয়ার সমালোচনায় উদয়ন

পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে বললেন তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ।

Must read

অনুপম সাহা, কোচবিহার : ‘বিএসএফ-কে দিয়ে রাজ্যের সাংবিধানিক অধিকার খর্ব করার চেষ্টা করা হচ্ছে। তাই ওদের ক্ষমতা ১৫ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার করা হয়েছে। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না।’

আরও পড়ুন-হামলা তৃণমূল নেতার ওপর

শনিবার দিনহাটা নৃপেন্দ্রনারায়ণ স্মৃতি পাঠাগারে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে বললেন তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। বলেন, ‘নতুন নিয়মে বিএসএফের ক্ষমতা বাড়ায় দিনহাটা, কোচবিহার, জলপাইগুড়ি, বালুরঘাট, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, বারাসতের মতো শহরগুলো ওদের এক্তিয়ারে চলে যাবে। ওদের সীমান্ত থেকে সরিয়ে শহরে ঢুকিয়ে দিলে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ হতে পারে, দেশের ভাল হতে পারে না।’

Latest article