ঢাকা, ১৯ ডিসেম্বর : এশীয় হকিতে ভারতের দাপট অব্যাহত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিগের শেষ ম্যাচে রবিবার এশিয়ান গেমসে সোনাজয়ী জাপানকে হাফ ডজন গোলে হারাল ভারত। ৬-০ গোলে জিতে পয়েন্ট টেবলে শীর্ষে থেকেই সেমিফাইনালে মনপ্রীতরা।
আরও পড়ুন-শেষবেলায় রুটকে হারিয়ে ধুঁকছে ইংল্যান্ড, অ্যাডিলেডে জয়ের দোরগোড়ায় স্মিথরা
টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী দল মনপ্রীত সিংয়ের নেতৃত্বে দুর্দান্ত হকি খেলছে। টোকিওতে সাফল্যের পর এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের প্রথম টুর্নামেন্ট। বেশ কিছু সিনিয়রকে বিশ্রাম দিয়ে একঝাঁক নতুন মুখকে সুযোগ দিয়েও ভারতীয়দের বিজয়রথ ছুটছে। পাকিস্তানের বিরুদ্ধে জোড়া গোল করা হরমনপ্রীত সিং এদিন জাপানের বিরুদ্ধেও ভারতের হয়ে জোড়া গোল করেন। বাকি চারটি গোল করেন দিলপ্রীত সিং, জারমনপ্রীত সিং, সুমিত ও সামশের সিং। গত টোকিও অলিম্পিকে এই জাপানকেই ৫-৩ গোলে হারিয়েছিল ভারত।
আরও পড়ুন-তৃণমূলকে রুখতে মেঘালয়ে বিজেপির ‘সঙ্গী’ এবার কংগ্রেস
এদিকে, দিনের অন্য একটি ম্যাচে পাকিস্তান ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশকে। এর ফলে পাকিস্তান ও জাপানের পয়েন্ট (৫) সমান-সমান। কিন্তু গোল পার্থক্যে এগিয়ে থাকার সুবাদে তিন নম্বরে শেষ করল পাকিস্তান। তাই মঙ্গলবার সেমিফাইনালে মনপ্রীতদের প্রতিপক্ষ সেই জাপান। সেদিনই প্রথম সেমিফাইনালে পাকিস্তান খেলবে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে।