ব্রোঞ্জেই থামতে রাজি নন লক্ষ্য

Must read

হুয়েলভা, ১৯ ডিসেম্বর : বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে হেরে গেলেও, লক্ষ্য সেনের মধ্যে নতুন তারকাকে খুঁজে পেয়েছে ভারতীয় ব্যাডমিন্টন। কুড়ি বছর বয়সি লক্ষ্য কনিষ্ঠতম ভারতীয় শাটলার হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসরে পদক জয়ের নজির গড়েছেন।
১৯৮৩ সালে প্রকাশ পাড়ুকোন প্রথম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর ব্রোঞ্জ পদক জিতেছিলেন।

এবার একই কৃতিত্ব অর্জন করলেন লক্ষ্যও। লক্ষ্য অবশ্য কিছুটা হতাশ। তিনি সাফ জানাচ্ছেন ব্রোঞ্জ পদকেই থেমে থাকতে চান না। তবে ফাইনালে উঠতে না পারার আফসোস থাকলেও, বিশ্ব চ্যাম্পিয়নশিপের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী দিনে সফল হতে চান লক্ষ্য।

আরও পড়ুন-জাপানকে ৬ গোলে ওড়ালেন মনপ্রীতরা

লক্ষ্যর বক্তব্য, ‘‘জয়ের এত কাছাকাছি পৌঁছেও ম্যাচটা হেরে গেলাম। এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। ব্রোঞ্জ পেয়েছি ঠিকই। তবে আমি খুশি নই। সেমিফাইনালে নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারছি না।’’ প্রকাশ পাড়ুকোন অ্যাকাডেমির ছাত্র এর সঙ্গে আরও যোগ করেছেন, ‘‘এটা আমার প্রথম বিশ্ব চ্যাম্পিয়শিপ। প্রকাশ স্যারের মতো ব্রোঞ্জ জিততে পেরে ভাল লাগছে। তবে এখানেই থেমে থাকতে চাই না। বরং আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে আরও অনেক পদক জিততে চাই। বিশেষ করে, অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ।’’

আরও পড়ুন-তৃণমূলকে রুখতে মেঘালয়ে বিজেপির ‘সঙ্গী’ এবার কংগ্রেস

লক্ষ্য আরও বলেন, ‘‘বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের অভিজ্ঞতা আগামী দিনে কাজে লাগবে। একটানা বেশ কয়েকটা টুর্নামেন্ট খেলে ফেললাম। আপাতত কয়েকটা দিন পরিবারের সঙ্গে কাটানোর পরিকল্পনা আছে। আমার মাও চান, আমি বাড়ি ফিরে কয়েকটা দিন বিশ্রামে থাকি।’’

Latest article