কিং কোহলি এখনও প্রিয় সৌরভের

বোর্ড প্রেসিডেন্ট যা বলেছিলেন, অধিনায়ক তা খণ্ডন করছেন। বেনজির এই পরিস্থিতির মধ্যে সত্যিটা তাহলে কী, তা নিয়ে শুরু হয়েছিল তুমুল চর্চা।

Must read

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর : বোর্ড প্রেসিডেন্ট যা বলেছিলেন, অধিনায়ক তা খণ্ডন করছেন। বেনজির এই পরিস্থিতির মধ্যে সত্যিটা তাহলে কী, তা নিয়ে শুরু হয়েছিল তুমুল চর্চা। বিরাট কোহলি আর কোনও শব্দ বলেননি। সৌরভ গঙ্গোপাধ্যায়ও ‘এটা বিসিসিআই দেখছে’ বলে এড়িয়ে গিয়েছেন। সবমিলিয়ে জল্পনা ছাড়া আর কিছু অবশিষ্ট ছিল না বিরাট-ইস্যুতে।

আরও পড়ুন-ব্রোঞ্জেই থামতে রাজি নন লক্ষ্য

তবে এসবের মধ্যেও সৌরভ যে ক্রিকেটার বিরাটকে পছন্দ করেন, সেটা বোঝা গেল গুরগাঁওয়ের এক অনুষ্ঠানে। সেখানে প্রাক্তন ভারত অধিনায়ক বর্তমান টেস্ট অধিনায়কের উচ্ছ্বসিত প্রশংসা করেন। সৌরভ বলেন, তিনি ক্রিকেটার বিরাটের মনোভাবকে পছন্দ করেন। বিরাট যে মাঠে নেমে প্রচুর লড়াই করেন, সেটাও অনুষ্ঠানে বলেছেন প্রাক্তন বাঁ হাতি।

আরও পড়ুন-জাপানকে ৬ গোলে ওড়ালেন মনপ্রীতরা

দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার আগে প্রথামাফিক সাংবাদিক সম্মেলনে বিরাট কার্যত বোমা ফাটিয়েছেন বোর্ডের বিরুদ্ধে। নাকি বোর্ড প্রেসিডেন্টের বিরুদ্ধে? সৌরভ আগে দাবি করেছিলেন, তিনি বিরাটকে টি-২০ নেতৃত্ব ছাড়তে বারণ করেছিলেন। কিন্তু বিরাট সাংবাদিকদের সামনে বলেন, বোর্ডের কেউ তাঁকে এরকম কিছু বলেননি। শুধু টেস্ট দল নিয়ে আলোচনায় বসার দেড় ঘণ্টা আগে নির্বাচক প্রধান জানিয়েছিলেন যে, সর্বসম্মতভাবে তাঁকে একদিনের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন-জাপানকে ৬ গোলে ওড়ালেন মনপ্রীতরা

অধিনায়ক বনাম বোর্ডের এই নজিরবিহীন সংঘাতে ভারতীয় ক্রিকেটমহল কার্যত আকাশ থেকে পড়েছিল। তবে দুই পক্ষের কেউই আর কোনও মন্তব্য করেনি। বিতর্কও এর বেশি আর বাড়়েনি। শোনা যাচ্ছে বোর্ড দক্ষিণ আফ্রিকা সফরের মাঝে অধিনায়কের ফোকাস নড়িয়ে দিতে চায় না। আর শনিবার গুরগাঁওয়ে সৌরভ বিরাট সম্পর্কে যা বলেছেন, তাতে শান্তির বাতাবরণই স্পষ্ট হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আমি বিরাটের মনোভাবকে পছন্দ করি। ও অনেক লড়াই করে।”

Latest article