সংবাদদাতা, শিলিগুড়ি : আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল পাহাড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে পূর্বাভাস ছিল তুষারাপাতের। পূর্বাভাস সত্যি করে শুক্রবার সন্ধে থেকেই শুরু হয় তুষারাপাত। তুষারে সাদা হয়ে যায় লাচেন। শনিবার রাতেও সান্দাকফুতে হালকা বরফ পড়েছে। কনকনে ঠান্ডা সঙ্গে তুষারপাতের মজা নেন পর্যটকেরা।
আরও পড়ুন-গঙ্গাবক্ষে চালু হেরিটেজ ক্রুজ
বড়দিনে তুষারপাত পর্যটকের কাছে সত্যিই বাড়তি পাওনা। এর ঠিক দু’দিন আগেই তুষারপাত হয় রিশপে। লাচেনের তুষারপাতের ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আবহাওয়ার যা পরিস্থিতি তাতে এই সময়ে সান্দাকফু ও ফালুটে যেকোনও সময় ব্যাপক তুষারপাত হতে পারে বলে হাওয়া অফিস জানিয়েছে। তুষারপাতের খবর পেয়ে পর্যটকেরা ভিড় জমিয়েছে নর্থ সিকিম দার্জিলিংয়ের সান্দাকফুতে। কয়েকদিন আগে কালিম্পংয়ের এসব এলাকায় কিছুক্ষণ সময়ের জন্য তুষারপাত হয়।
আরও পড়ুন-কোভিডবিধি মেনে উৎসবে মাতল মহানগরী
উপস্থিত পর্যটকরা হালকা তুষারপাতের মজা নিতে সমতল থেকে পাহাড়মুখী হচ্ছেন অনেকেই। শিলিগুড়ির এক ট্যুর অপারেটর শুভম দত্ত জানিয়েছেন, দার্জিলিং হোক বা সিকিম পর্যটকদের ভিড় রয়েছে। হোটেলে জায়গা পাওয়া যাচ্ছে না। তার মধ্যে তুষারপাত হওয়ার কারণে ক্রিসমাস ও নিউইয়ারকে উদ্দেশ্য করে মানুষ আরও ভিড় জমিয়েছেন পাহাড়ে। তবে প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে পর্যটকদের। অতিরিক্ত তুষারপাত হলে ওই এলাকায় যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।