গঙ্গাবক্ষে চালু হেরিটেজ ক্রুজ

গঙ্গাতীরের ইতিহাসকে ছুঁয়ে দেখার সুযোগ করে দিচ্ছে রাজ্য পরিবহণ নিগম। যদিও করোনাকালেই চালু হয়েছিল এই উদ্যোগ।

Must read

প্রতিবেদন : গঙ্গাতীরের ইতিহাসকে ছুঁয়ে দেখার সুযোগ করে দিচ্ছে রাজ্য পরিবহণ নিগম। যদিও করোনাকালেই চালু হয়েছিল এই উদ্যোগ। কিন্তু লকডাউনের সময় থেকে বন্ধ ছিল গঙ্গাবক্ষের ‘হেরিটেজ ক্রুজ’। এবার নতুনভাবে চালু হল এই আকর্ষণীয় গঙ্গাভ্রমণ প্যাকেজ। খরচও এক রাখা হয়েছে। মাথাপিছু মাত্র ৩৯ টাকায় পাওয়া যাবে এই সুযোগ।

আরও পড়ুন-কোভিডবিধি মেনে উৎসবে মাতল মহানগরী

সপ্তাহে ৭ দিনই চালু থাকবে এই পরিষেবা। ২০০ আসনের এই হেরিটেজ রিভার ক্রুজে খাওয়াদাওয়ারও এলাহি বন্দোবস্ত রয়েছে। নামী সংস্থার খাবার সরবরাহ করা হবে। লাঞ্চের জন্য আলাদা করে খরচ পড়বে ২৫০ টাকা। আর হাই টি-র জন্য খরচ পড়বে মাত্র ৫০ টাকা। পরিবহণ দফতর সূত্রে খবর, প্রতিদিন এই লঞ্চযাত্রা শুরু ও শেষ হবে মিলেনিয়াম পার্কে। কী কী দেখা যাবে এই যাত্রাপথে? দেখা যাবে চাঁদপাল ঘাট, আর্মেনিয়ান ঘাট, বিবাদী বাগ, নিমতলা ঘাট মহাশ্মশান, ভূতনাথ ও শ্মশানকালীর মন্দির, সারদা মায়ের স্মৃতি বিজড়িত মায়ের ঘাট। অর্থাৎ ইতিহাস যেন ধরা দেবে আপনার হাতের মুঠোয়।

Latest article