সংবাদাদাতা, দার্জিলিং : পাহাড়ের কোলে রোদ ঝলমলে দিন। গির্জায় গির্জায় প্রার্থনা। ক্রিসমাস ট্রি আর কেকের গন্ধে ম-ম করছে পাহাড়ের অলিগলি। উৎসবে মরশুম চুটিয়ে উপভোগ করতে ভিড় জমিয়েছেন পর্যটকেরা। রেস্তরাঁগুলিকে রঙিন আলোয় মুড়ে ফেলা হয়েছে। দার্জিলিং থেকে কালিম্পং, কার্শিয়াং ২৫ ডিসেম্বরের চিত্রটা ছিল ঠিক এমনই।
আরও পড়ুন-উৎসবের আনন্দ সমতল থেকে পাহাড় দার্জিলিংয়ে তুষারপাত
পর্যটকদের বিশেষ আকর্ষণ দার্জিলিংয়ে গ্লেনারিস আর কেভেনটার্সের সামনে ভিড় চোখে পড়ার মত। হট চকোলেট, রেড ভেলভেট কেকের স্বাদ নিতে সকাল সকাল বেরিয়ে পড়েন পর্যটকরা। বড়দিনে ম্যাল সেজে উঠেছিল অন্য চেহারায়। চারদিকে মুড়ে ফেলা হয় লাল, নীল গোলাপি আলোয়। রাতভর চলে বিভিন্ন অনুষ্ঠান। কনকনে ঠান্ডা উপেক্ষা করেই পাহাড়বাসীদের সঙ্গে পর্যটকেরা মেতে ওঠেন বড়দিনের উৎসবে। ক্রিসমাসের রঙে রঙিন হয়ে ওঠে সমতলও।
আরও পড়ুন-গঙ্গাবক্ষে চালু হেরিটেজ ক্রুজ
শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালদহেও চলে উদ্যাপন। শিলিগুড়ির মহানন্দা সেতু থেকে উড়ালপুল আলোয় সেজে ওঠে। উত্তরের আবহাওয়া উৎসবের উল্লাসের আলাদা মাত্রা যোগ করে। ঝকঝকে আহাওয়া সমতল থেকে পাহাড়ে। তবে আবহাওয়াবিদেরা বলছেন বড়দিনের পর থেকে সামান্য ঠান্ডা কমবে। তবে ঠান্ডার আমেজে পাহাড়ে বড়দিনের আনন্দ চুটিয়ে উপভোগ করেন পর্যটকেরা। উৎসবের মধ্যেও কোভিডবিধির দিকে সজাগ দৃষ্টি ছিল প্রশাসনের। মাস্ক-ছাড়া পর্যটকদের সতর্ক করা হয়।