দক্ষিণ দিনাজপুরে থাকবে না বিজেপি

পুরভোটে সিংহভাগ আসনেই মহিলা প্রার্থীদের জয়ে স্পষ্ট ইঙ্গিত মহিলাদের সমর্থন দিদির প্রতি। মুখ্যমন্ত্রীর কাজ হৃদয় জিতে নিয়েছে মহিলাদের।

Must read

সংবাদদাতা, বালুরঘাট : কেউ বলছেন দক্ষিণ দিনাজপুরে দুটি পুরসভাতেই তৃণমূল কংগ্রেস লড়বার জন্য প্রস্তুত তো কেউ বলছেন দুটি পুরসভাতেই তৃণমূলের জয়ের মার্জিন বাড়বে। কেউ একধাপ এগিয়ে বিজেপিকে হোয়াইট ওয়াশ করার চ্যালেঞ্জ ছুঁড়েছেন। গত বিধানসভা নির্বাচন এবং সদ্যসমাপ্ত কলকাতা পুর ভোটের ফলাফলে তৃণমূল কংগ্রেস শিবিরের জয়জয়কারে দক্ষিণ দিনাজপুরের তৃণমূল নেতৃত্বের মনোবল তুঙ্গে।

আরও পড়ুন-চকোলেটের গন্ধ গ্নেনারিসে ভিড়

রাজ্য নির্বাচন কমিশন হাইকোর্টকে ২২ জানুয়ারি প্রথম দফা এবং ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় দফার ভোটের কথা জানিয়েছে। এই অনুযায়ী এখানে জানুয়ারিতেই ভোট হওয়ার কথা। সেটা ধরেই ময়দানে জেলার তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী বলেন, সম্প্রতি কলকাতা পুরভোটে সিংহভাগ আসনেই মহিলা প্রার্থীদের জয়ে স্পষ্ট ইঙ্গিত মহিলাদের সমর্থন দিদির প্রতি। মুখ্যমন্ত্রীর কাজ হৃদয় জিতে নিয়েছে মহিলাদের।

বালুরঘাট এবং গঙ্গারামপুর পুরসভাতেও একটা বড় অংশের আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। বিজেপিকে হোয়াইট ওয়াশ করতে মহিলারা কোমর বেঁধেছেন। মহিলাদেরকে নিয়ে সাংগঠনিক সভা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি উজ্জ্বল বসাক বলেন, গঙ্গারামপুর ও বালুরঘাট দুটি পুরসভাতেই লড়বার জন্য তৈরি আছি। প্রতিটি ওয়ার্ডে এবং শাখা সংগঠনগুলিতে সভা চলছে।

Latest article