শিলিগুড়ির পুরভোটে প্রস্তুতি শুরু তৃণমূলের

পাশাপাশি পুরনির্বচনের আগে এলাকার উন্নয়ন খতিয়ে দেখতে শিলিগুড়িতে বাড়ি ভাড়া নিয়েছেন দার্জিলিং জেলার সভানেত্রী পাপিয়া ঘোষ।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : শিলিগুড়ি পুরনির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। পুরভোট আসন্ন ধরে নিয়ে শেষ বারের মতো টক টু চেয়ারম্যানে মুখোমুখি হলেন শিলিগুড়ির পুরপ্রশাসক গৌতম দেব। তিনি পরপর তিন সপ্তাহে তিনি ৫৯টি সমস্যার কথা ও অভিযোগ পেয়েছেন। যার মধ্যে ২৯টি সমস্যা সমাধান করা হয়েছে বলে শনিবার গৌতম দেব জানিয়েছেন।

আরও পড়ুন-দক্ষিণ দিনাজপুরে থাকবে না বিজেপি

পাশাপাশি পুরনির্বচনের আগে এলাকার উন্নয়ন খতিয়ে দেখতে শিলিগুড়িতে বাড়ি ভাড়া নিয়েছেন দার্জিলিং জেলার সভানেত্রী পাপিয়া ঘোষ। বুথে-বুথে খোদ দলীয় কর্মীদের মনোবল বৃদ্ধিতে পৌঁছে যান তিনি। কে কোথায় কতটুকু কাজ কীভাবে করছে সবটা একেবারে সরেজমিনে বুথে নেমে যাচাই করে নিচ্ছেন জেলা সভানেত্রী। এ-ছাড়াও এবার পুরনির্বাচনে উন্নয়নকে হাতিয়ার করে লড়াইয়ে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন-চকোলেটের গন্ধ গ্নেনারিসে ভিড়

এদিকে শিলিগুড়ি গৌতমবাবু পরিষ্কার জানিয়েছেন গত সাত মাসে উন্নয়নের রিপোর্ট কার্ড তৈরি করে মানুষের দুয়ারে যাবেন। আবার পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বামেদের দিকে। গত পাঁচ বছর দশ মাস পুরো কর্পোরেশনের বোর্ডে ছিলেন অশোক ভট্টাচার্যরা। তাঁদেরও পাঁচ বছর দশ মাসের উন্নয়নের রিপোর্ট প্রকাশ করার কথা বলেছেন। তিনি আরও বলেন, গত সাত মাসে ২ কোটি ৬৭ লাখ টাকার কাজ হয়েছে শিলিগুড়ি শহরে।

Latest article