সংবাদদাতা, জলপাইগুড়ি : নতুন পর্যটনকেন্দ্র তৈরি করে কর্মসংস্থানের (Employment) উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। প্রশাসনিক বৈঠকগুলিতে বারবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আরও কর্মসংস্থান (Employment) বৃদ্ধির কথা বলেছেন। উৎকর্ষবাংলা নিয়ে জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে অনুষ্ঠিত বৈঠকে এবার তারই প্রতিফলন দেখা গেল। ডুয়ার্স ট্যুরিজম ডেভলপমেন্ট ফোরামের পক্ষে সায়ন চক্রবর্তী বলেন, ‘লালিগোরাস ও রামসাইয়ের মতো এলাকাগুলিকে নতুন পর্যটন কেন্দ্র হিসাবে সাজিয়ে তোলা হবে। আর এর ফলে হবে বিপুল কর্মসংস্থান।’ বুধবার জেলাশাসক মৌমিতা গোদারা বসুর নির্দেশে বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক হয়। বৈঠক শেষে জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চাষী সমিতির সম্পাদক বিজয়গোপাল চক্রবর্তী (Bijoy Gopal Chakraborty) বলেন, ‘জলপাইগুড়ি জেলায় স্কিল ডেভেলপমেন্ট শুরু হবে নতুন বছরে।’
আরও পড়ুন-টাইগার হিলে বরফ, শীতে কাঁপছে পাহাড়