দোকান পাচ্ছেন ১২০ জন ব্যবসায়ী

Must read

সংবাদদাতা, মালদহ : উন্নয়নের জোয়ার। এবার অন্নদাত্রী প্রকল্পের মাধ্যমে মালদহের (Maldah) ১২০ জন ব্যবসায়ী পেতে চলেছে দোকানঘর। মালদহ জেলা প্রশাসনের উদ্যোগে নিয়ন্ত্রিত বাজার সমিতি বাজারে দোকানঘর তৈরির কাজ চলছে জোরকদমে। শীঘ্রই সেই দোকানঘরগুলি ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে। প্রাথমিকভাবে ১২০ জন ব্যবসায়ী এই প্রকল্পের আওতায় আসবে। পূর্বে এই ব্যবসায়ীরা এখানে খোলা আকাশের নিচে ব্যবসা করতেন। ব্যবসায়ীদের সমস্যার কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠান মালদহ জেলা প্রশাসন। সেই প্রস্তাবের অনুমোদন দেন মুখ্যমন্ত্রী (Chief Minister Mamata Banerjee)। ব্যবসায়ীদের ব্যবসা করার জন্য দোকান ঘর তৈরির নির্দেশ দেন তিনি। এখন জোরকদমে চলছে দোকানঘর তৈরির কাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার (Maldah) ব্যবসায়ী মহল।

আরও পড়ুন-দল ছাড়তে চাইছেন কি? বিজেপি বিধায়কই ফেরালেন দলের প্রস্তাব

Latest article