প্রার্থী হতে না পারায় বিজেপিতে প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল

সরাসরি অভিযোগ উঠল, নেতারা টাকার বিনিময়ে টিকিট দিয়েছেন। কার্যালয়ের বাইরে কর্মীদের বিক্ষোভ এড়াতে লুকিয়ে পালালেন শংকর ঘোষ।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : শাক দিয়ে আর মাছ ঢাকতে পারছে না বিজেপি। বিধানসভা ভোটের পর থেকেই দলের ছন্নছাড়া অবস্থা। ক্রমশ জনভিত্তি হারাচ্ছে। দলের কর্মীদের মধ্যে প্রতিদিন বাড়ছে ক্ষোভ ও হতাশা। অনেকেই দল ছেড়ে অপদার্থ নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ দেখাচ্ছেন। শিলিগুড়িতে তো বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হতেই ক্ষুব্ধ কর্মীদের সামনে থেকে পালিয়ে বাঁচলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক তথা শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ এবং দার্জিলিংয়ের সংসদ তথা বিজেপির মুখপাত্র রাজু বিস্ত।

আরও পড়ুন-বিশিষ্ট সাংবাদিক ঝিমলি মুখার্জি পান্ডের অকালপ্রয়াণে মুখ্যমন্ত্রীর শোকবার্তা

সরাসরি অভিযোগ উঠল, নেতারা টাকার বিনিময়ে টিকিট দিয়েছেন। কার্যালয়ের বাইরে কর্মীদের বিক্ষোভ এড়াতে লুকিয়ে পালালেন শংকর ঘোষ। বেরনোর পথে রাজু বিস্তকে ঘিরে প্রবল বিক্ষোভের মুখে পড়তে হল। কর্মীরা এতটাই উত্তেজিত ছিলেন যে, বিক্ষোভ প্রশমন করতে গিয়ে রীতিমতো হেনস্তা হতে হল মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক তথা বিজেপি জেলা সভাপতি আনন্দময় বর্মনকে। শিলিগুড়ি পুরনিগমের ২ নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা তথা উদ্বাস্তু সেলের দায়িত্বপ্রাপ্ত প্রদীপ চৌধুরির সরাসরি অভিযোগ, তাঁর স্ত্রী তাপসী চৌধুরিকে দাঁড় করানো হবে বলে নেতৃত্ব কথা দিয়েছিল। এখন তালিকায় নাম নেই।

আরও পড়ুন-Mamata Banerjee: ওমিক্রন রুখতে বাংলায় আন্তর্জাতিক বিমান বন্ধের প্রস্তাব মুখ্যমন্ত্রীর

ইচ্ছাকৃতভাবে হারানোর জন্য টাকা খেয়ে অন্য প্রার্থী করা হয়েছে, অভিযোগ প্রদীপের। এক নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসেবে কানাইয়া পাঠকের নাম প্রকাশ করাতেও ব্যাপক ক্ষুব্ধ কর্মীরা। কর্মীদের প্রবল বিক্ষোভে অস্বস্তিতে সাংসদ রাজু বিস্ত। বুধবার সারাদিন ম্যারাথন বৈঠকের পরে সন্ধেবেলা প্রার্থী তালিকা প্রকাশ হয়। তার পরেই শুরু বিক্ষোভের। অনেকের অভিযোগ, বামেদের সুবিধা করে দিতেই বেশ কিছু ওয়ার্ডে দুর্বল প্রার্থী দেওয়া হয়েছে।

Latest article