বালুরঘাটে হচ্ছে সুফল বাংলার স্টল

কৃষিবিপণন দফতর চালু করেছে বিশেষ অ্যাপ। রাজ্যের বিভিন্ন জায়গায় খুলেছে স্টলও। বর্তমানে সুফল বাংলার বড় স্টল ৫৬টি।

Must read

সংবাদদাতা, বালুরঘাট : ‘সুফল বাংলা’র স্টল হচ্ছে বালুরঘাটে, জানালেন কৃষিবিপণন মন্ত্রী বিপ্লব মিত্র। জেলা সদর বালুরঘাট ছাড়াও দক্ষিণ দিনাজপুরের শহরগুলিতে, এমনকী বড় গঞ্জগুলিতেও স্টল হবে। ইতিমধ্যেই কৃষি বিপণন দফতর সুফল বাংলার স্টলের মাধ্যমে তুলাইপাঞ্জি চাল, ডাল, সরষের তেল, তরিতরকারি-সহ নানা বিশুদ্ধ খাদ্যদ্রব্য ন্যায্য মূল্যে বিক্রয়ে উদ্যোগী হয়েছে।

আরও পড়ুন-প্রার্থী হতে না পারায় বিজেপিতে প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল

যে কারণে কৃষিবিপণন দফতর চালু করেছে বিশেষ অ্যাপ। রাজ্যের বিভিন্ন জায়গায় খুলেছে স্টলও। বর্তমানে সুফল বাংলার বড় স্টল ৫৬টি। ভ্যানগাড়ির সংখ্যা ৩৬৩। জেলায় বর্তমানে সুফল বাংলার কোনও স্টল নেই বলে তা খুলতে উদ্যোগী হয়েছেন মন্ত্রী। জেলাশাসক আয়েশা রানি এবং বালুরঘাট চেয়ারম্যান শেখর দাশগুপ্তকে নিয়ে তিনি একাধিক জায়গা ঘুরে দেখেন। যার মধ্যে ছিল, শহরের ট্যাঙ্ক মোড়ের সত্যজিৎ মঞ্চ সংলগ্ন এলাকার একটি ভবন, সাহেবকাছারি এলাকার এবং বালুরঘাট বাসস্ট্যান্ড সংলগ্ন পুর মার্কেট ভবন।

Latest article