কিক বক্সিংয়ে দ্বিতীয় বাংলার মেয়ে শিপ্রা

কে বলে মেয়েরা অবলা। অ্যাথলেটিক্সে তো তারা কৃতিত্ব দেখাচ্ছেই, পিছিয়ে থাকছে না ক্যারাটে বা কিক বক্সিংয়ের মতো প্রতিযোগিতাতেও।

Must read

দুলাল সিংহ, বালুরঘাট : কে বলে মেয়েরা অবলা। অ্যাথলেটিক্সে তো তারা কৃতিত্ব দেখাচ্ছেই, পিছিয়ে থাকছে না ক্যারাটে বা কিক বক্সিংয়ের মতো প্রতিযোগিতাতেও। মহিলা কিক বক্সিংয়ে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে দক্ষিণ দিনাজপুর জেলার স্কুল ছাত্রী শিপ্রা সরকার। পুণেতে আয়োজিত ওয়াকো ইন্ডিয়া কিক বক্সিং ফেডারেশন পরিচালিত ক্যাডেটস অ্যান্ড জুনিয়রস ন্যাশনাল কিক বক্সিং চাম্পিয়নশিপ ২০২১-এ তামিলনাড়ু ও পাঞ্জাবের প্রতিযোগীকে উড়িয়ে দিয়ে কিক বক্সিংয়ের ৫০ কেজি বিভাগে দ্বিতীয় স্থান লাভ করেছে ঠ্যাঙাপাড়া উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী শিপ্রা।

আরও পড়ুন-বালুরঘাটে হচ্ছে সুফল বাংলার স্টল

শিপ্রার সাফল্যে উচ্ছ্বসিত স্কুলের শিক্ষক থেকে প্রতিবেশীরা। ফাইনালে মাত্র ১ পয়েন্টে গুজরাতের প্রতিদ্বন্দ্বীর কাছে পিছিয়ে-থাকা শিপ্রা সরকার নিজেকে আরও এগিয়ে নিয়ে যেতে ইতিমধ্যেই কোচ নানক রায়ের তত্বাবধানে প্রস্তুতি শুরু করে দিয়েছে জোরকদমে। শিপ্রার বক্তব্য, দূরদূরান্তে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেওয়ায় তাদের মতো গরিব পরিবারের মেয়ের যোগদানে আর্থিক সমস্যা একটা বড় বাধা। তবে দেশীয় স্তরের প্রতিযোগিতায় নিজের এহেন সাফল্যে ভবিষ্যতেও ভাল পারফরম্যান্স বিষয়ে প্রত্যয়ী সে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে শিপ্রা জানিয়েছে, দিদির কন্যাশ্রী প্রকল্পের দৌলতে পড়াশোনা করতে পারছি। জেলা প্রশাসন ও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বও তাকে নানাভাবে সাহায্য করছে।

Latest article