প্রতিবেদন : রাজ্যের আর্থিক সহায়তায় এবং রাজ্যের দেওয়া জমির উপরে গড়ে ওঠা চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাস চালু হয়ে গেল আনুষ্ঠানিকভাবে। শুক্রবার ভার্চুয়ালি নিউটাউনের এই অত্যাধুনিক ক্যান্সার হাসপাতালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল উপস্থিতিতে। মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে স্পষ্ট করে দেন, স্বাস্থ্য রাজ্য তালিকাভুক্ত বিষয় হলেও মানবকল্যাণে এবং উন্নয়নের প্রশ্নে অবশ্যই যৌথ উদ্যোগ নেওয়া হবে কেন্দ্রের সঙ্গে।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর ইচ্ছাপূরণ, হাবড়ার ৪৫ হাজার বাড়িতে পানীয় জল
রাজনৈতিক অবস্থান যা-ই হোক না কেন, উন্নয়নের কাজে তা অন্তরায় হয়ে দাঁড়াবে না। চিকিৎসার ক্ষেত্রেও যতটা সম্ভব কেন্দ্রের গাইডলাইন মানা হবে। ভার্চুয়াল হলেও দীর্ঘদিন পরে কোনও অনুষ্ঠানে একইসঙ্গে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে মুখ্যমন্ত্রীকে দু’বার ফোন করেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, ‘‘আমরা এই হাসপাতালের উদ্বোধন আগেই করে দিয়েছি। কোভিডকালে এখানে চিকিৎসাও হয়েছে। এই হাসপাতাল গড়তে ২৫ শতাংশ খরচই দিয়েছে রাজ্য। জমিও দিয়েছে রাজ্যই।’’
আরও পড়ুন-কোভিডবিধি মেনেই সাগরমেলা
রাজ্যে ক্যান্সার চিকিৎসার অগ্রগতির ছবি তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মুম্বইয়ের টাটা ক্যান্সার হাসপাতালের সঙ্গে গাঁটছড়া বেঁধে কাজ হচ্ছে। সাবডিভিশনাল হাসপাতালগুলিতে এইচডিইউ চালু করা হয়েছে। বিনাখরচে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার জন্য রয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্প। আছে ফেয়ার প্রাইস মেডিসিন শপ।’’ রাজ্যের সব হাসপাতালেই কিন্তু মুখ্যমন্ত্রীর উদ্যোগে চালু হয়েছে বিশেষ ক্যান্সার ইউনিট। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতাল-সহ বেশ কয়েকটি সরকারি হাসপাতালে করা হয়েছে ক্যান্সার চিকিৎসার অত্যাধুনিক ব্যবস্থা। চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের এই নতুন দ্বিতীয় ক্যাম্পাসে রয়েছে ৪৬০টি বেড। ১০টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার। রয়েছে ১২৮টি সিটিস্ক্যান যন্ত্র।