প্রস্তুতি কাঁথি পুরভোটের

তার আগে কাঁথি শহর তৃণমূল কংগ্রেসের ডাকে শুক্রবার কাঁথি টাউন হলে সম্পূর্ণ কোভিড বিধি মেনে অনুষ্ঠিত হল পুর নির্বাচন প্রস্তুতিসভা।

Must read

সংবাদদাতা, কাঁথি: পুর নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। সামনেই কাঁথি–‌সহ পূর্ব মেদিনীপুরের এগরা ও তমলুক পুরসভার ভোট। তার আগে কাঁথি শহর তৃণমূল কংগ্রেসের ডাকে শুক্রবার কাঁথি টাউন হলে সম্পূর্ণ কোভিড বিধি মেনে অনুষ্ঠিত হল পুর নির্বাচন প্রস্তুতিসভা।

আরও পড়ুন-রাজ্যের সাহায্যেই চালু হল চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল

ছিলেন কাঁথি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি কমলেন্দু পাহাড়ি, কাঁথি পুর প্রশাসক হরিসাধন দাস অধিকারী, উপ পুরপিতা দেবাশিস পাহাড়ি, প্রাক্তন কাউন্সিলর আলেম আলি খান, অধ্যাপক অমলেন্দুবিকাশ জানা, চিত্তরঞ্জন মাইতি, প্রাক্তন কাউন্সিলর সুবল মান্না, শিক্ষক উত্তম মহাপাত্র, মহিলা নেত্রী সতীব্রতা জানা প্রমুখ। কমলেন্দু পাহাড়ি সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, ‘‌রাজ্যের বিরোধী দলনেতা কাঁথি পুরসভা দখলের জন্য নানা রকম কৌশল অবলম্বন করবেন। কিন্তু সেই ফাঁদে পা না দিয়ে, ঐক্যবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসের সমস্ত সৈনিককে কাঁথি পুরভোটে ঝাঁপিয়ে পড়তে হবে।’‌

Latest article