মুখ্যমন্ত্রীর ইচ্ছাপূরণ, হাবড়ার ৪৫ হাজার বাড়িতে পানীয় জল

গঙ্গার পরিস্রুত পানীয় জল তিন মাসের মধ্যেই পৌঁছে যাবে পুরসভা এলাকার ৪৫ হাজার বাড়ি। মুখ্যমন্ত্রীর নির্দেশে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এই উদ্যোগে নেমেছেন।

Must read

সংবাদদাতা, হাবড়া : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি পালনের আরও এক নজির অচিরেই দেখবেন হাবড়ার বাসিন্দারা। গঙ্গার পরিস্রুত পানীয় জল তিন মাসের মধ্যেই পৌঁছে যাবে পুরসভা এলাকার ৪৫ হাজার বাড়ি। মুখ্যমন্ত্রীর নির্দেশে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এই উদ্যোগে নেমেছেন।

আরও পড়ুন-কোভিডবিধি মেনেই সাগরমেলা

বৃহস্পতিবার হাবড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের মৃণালকান্তি বণিকের বাড়িতে এসে প্রথম পরিস্রুত পানীয় জলের সংযোগ দিয়ে এই কাজের সূচনা করল হাবড়া পুরসভা। মুখ্য পুর প্রশাসক নারায়ণচন্দ্র সাহা ও সহ মুখ্য প্রশাসক তারকনাথ দাস উপস্থিত থেকে পরিস্রুত পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ শুরু করেন। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, গঙ্গার পরিস্রুত পানীয় জল সাধারণ মানুষের ঘরে পৌঁছে দিতে উদ্যোগী হন মুখ্যমন্ত্রী। সূচনা হয় অশোকনগর হাবড়া গাইঘাটা পানীয় জল প্রকল্পের। মুখ্যমন্ত্রীর নির্দেশমতো সাধারণ মানুষের বাড়িতে পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য অতি দ্রুততার সঙ্গে হাবড়া বিধানসভা এলাকায় কাজ শুরু করি। এই প্রকল্পের ফলে হাবড়ার ৪৫ হাজার মানুষ তিন মাসের মধ্যে গঙ্গার পরিস্রুত পানীয় জল পাবেন।

Latest article