টি ২০ ক্রিকেটের প্লেয়িং কন্ডিশনে পরিবর্তন আনল আইসিসি। নতুন নিয়মে কোনও দলের স্লো ওভার রেট থাকলে তাদের জন্য শাস্তি বরাদ্দ হল এই যে, বাকি সময় তাদের ৩০ গজের বাইরে নির্ধারিত সংখ্যা থেকে একজন কম ফিল্ডার রাখতে হবে।
শুক্রবার আইসিসি এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এতদিন স্লো ওভার রেটের জন্য শাস্তি ছিল সেই দলের প্লেয়ারদের ম্যাচ ফি-র একটি অংশ কেটে নেওয়া।
আরও পড়ুন-স্কুলেও এভাবে সামনে দাঁড়িয়ে যেতাম: এলগার
কিন্তু নতুন নিয়মে সরাসরি দলের উপর শাস্তি এসে পড়ছে। ফলে এর প্রভাব পড়বে দলের খেলার উপর। তবে প্লেয়ার ও সাপোর্ট স্টাফের উপর জরিমানা বহাল থাকছে আগের মতোই। আইসিসির ক্রিকেট কমিটির পরামর্শ মতো এই নিয়ম করা হয়েছে। আইসিসি মনে করছে এতে খেলার গতি বাড়বে। নতুন নিয়ম আরও আছে। এবার থেকে দ্বি-পাক্ষিক সিরিজে নির্ধারিত সময়ের বাইরেও জলপানের বিরতি নেওয়া যাবে। ২ মিনিটের ব্রেক হবে এতে। তবে পুরোটাই হল ঐচ্ছিক। কেউ না চাইলে ব্রেক নাও নিতে পারে। বর্তমান পরিস্থিতির কথা ভেবে ক্রিকেট কমিটির এই পরামর্শকে মান্যতা দিয়েছে আইসিসি। নতুন এই নিয়ম প্রথমবার কার্যকর হবে ১৬ জানুয়ারি সাবিনা পার্কে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড ম্যাচে।