রিয়াদ, ১৭ জানুয়ারি : প্রত্যাশিত ভাবেই স্প্যানিশ সুপার কাপ জিতল রিয়াল মাদ্রিদ (Real Madrid CF)। রবিবার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে আয়োজিত ফাইনালে রিয়াল ২-০ গোলে হারিয়ে দিল অথলেটিকে বিলবাওকে। রিয়ালের হয়ে গোল দুটি করেন করিম বেনজেমা ও লুকা মদরিচ।
গতবারের চ্যাম্পিয়ন বিলবাওয়ের বিরুদ্ধে ৩৮ মিনিটেই গোল করে রিয়ালকে এগিয়ে দেন মদরিচ। আর এই গোল করার সঙ্গে সঙ্গে রিয়ালের হয়ে সবচেয়ে বেশি বয়সে গোল করার নতুন রেকর্ড গড়েছেন মদরিচ (৩৬ বছর ১২৯ দিন)। এর আগে এই রেকর্ড ছিল স্প্যানিশ উইঙ্গার আমানসিও আমারোর দখলে। তিনি ১৯৭৬ সালে (৩৪ বছর ৫ মাস) এই নজির গড়েছিলেন।
আরও পড়ুন – হতাশা ভুলে সঙ্গীতার চোখে নতুন স্বপ্ন
বিরতির সময় মদরিচের করা গোলেই এগিয়ে ছিল রিয়াল (Real Madrid CF)। তবে ৫২ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। ৮৭ মিনিটে অবশ্য পেনাল্টি আদায় করে নিয়েছিল বিলবাও। এবার নিজেদের বক্সে হ্যান্ডবল করে লাল কার্ড দেখেন রিয়ালের ব্রাজিলীয় ডিফেন্ডার এডের মিলিতাও। পাশাপাশি রেফারি বিলবাওয়ের পক্ষে পেনাল্টির নির্দেশ দেন। যদিও রাউল গার্সিয়ার নেওয়া পেনাল্টি রুখে দেন রিয়াল গোলকিপার থিবো কুরতোয়া। প্রসঙ্গত, এ নিয়ে মোট ১২ বার স্প্যানিশ সুপার কাপ জিতল রিয়াল।




