হতাশা ভুলে সঙ্গীতার চোখে নতুন স্বপ্ন

Must read

প্রতিবেদন : চোটের ধাক্কায় গত বছর ব্রাজিলের বিরুদ্ধে খেলার স্বপ্নপূরণ হয়নি। হাঁটুর চোট এখনও না সারায় এএফসি এশিয়ান কাপেও খেলা হচ্ছে না বাংলার মেয়ে সঙ্গীতা বাসফোরের (Sangita Basfore)। হতাশা নিয়েই কল্যাণীর বাড়িতে বিশ্রামে রয়েছেন বঙ্গতনয়া।
ফোনে বলছিলেন, ‘‘গত কয়েক বছর ধরে ভাল প্রস্তুতি নিয়েছিলাম। দেশের মাটিতে এত বড় টুর্নামেন্ট হচ্ছে, সেখানে ভারতের হয়ে খেলতে পারছি না। এই হতাশা বলে বোঝাতে পারব না। কিন্তু কী আর করা যাবে। চোট-আঘাত জীবনের অঙ্গ। লড়াই চালিয়ে যেতে হবে। বিশ্বকাপকে সামনে আবার স্বপ্ন দেখা শুরু করব। আশা করি, এএফসি কাপে ভাল ফল করে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে দল।”

আরও পড়ুন – ইগো সরিয়ে রেখেই মাঠে নামুক বিরাট : কপিল দেব 

গত বছর সুইডেনের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে যান ভারতীয় দলের এই সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার। চোট সারিয়ে দ্রুত ম্যাচ ফিট হওয়ার চেষ্টায় রয়েছেন সঙ্গীতা। চোয়াল শক্ত রেখেই থমাস দেনারবির দলের বঙ্গতনয়া বলছেন, ‘‘চোট-আঘাত মানসিকভাবে অনেক শক্তিশালী করে দেয় খেলোয়াড়দের। আমি আরও শক্তিশালী হয়েই মাঠে ফিরতে চাই।”
বাড়িতে বসে থাকলেও ২০ জানুয়ারি থেকে টেলিভিশনের পর্দায় চোখ রাখবেন। সেদিনই শুরু হচ্ছে এএফসি এশিয়ান কাপ। সঙ্গীতার মন পড়ে থাকবে মুম্বইয়ে। যে স্বপ্ননগরীতে স্বপ্নকে তাড়া করবেন সঙ্গীতার সতীর্থরা। আশালতা, অদিতি, মনীষাদের নিয়ে আশাবাদী বাংলার মেয়ে। বলছেন, ‘‘গোটা দল খুব পরিশ্রম করেছে। আশা করি, মেয়েরা নকআউট পর্বে যাবে। আমিও নতুন করে উজ্জীবিত হব।”

Latest article