মুম্বই, ১৮ জানুয়ারি : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পরই ভারতীয় টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। জল্পনা চলছে, ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক কে হবেন তা নিয়ে। আজিঙ্ক রাহানে দীর্ঘ সময় টেস্ট দলে অধিনায়ক বিরাটের ডেপুটি ছিলেন। কিন্তু রাহানের ব্যাটে রান না থাকায় দক্ষিণ আফ্রিকা সফরের আগেই তাঁকে সরিয়ে রোহিত শর্মাকে টেস্ট দলে বিরাটের ডেপুটি করেন নির্বাচকরা। এর পর চোটের কারণে রোহিত সফর থেকে ছিটকে যাওয়ায় কে এল রাহুলকে টেস্ট দলের সহ-অধিনায়ক করা হয়। জোহানেসবার্গ টেস্টে বিরাটের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন রাহুল। বিভিন্ন সূত্রের খবর, লাল বলের ক্রিকেটে ভারতের অধিনায়ক হওয়ার দৌড়ে জোর লড়াই রোহিত ও রাহুলের মধ্যে।
আরও পড়ুন-স্পেনের হুমকির মুখে এবার জকোভিচ
কিন্তু প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর জানিয়ে দিলেন, রোহিত শর্মাকে টেস্ট দলের অধিনায়ক করা ঠিক হবে না। কারণ, রোহিত বেশি চোট- আঘাতে ভোগেন। গাভাসকর বলছেন, ‘‘রোহিতের সমস্যা হল ওর ফিটনেস ইস্যু। এমন একজনকে টেস্ট দলের অধিনায়ক করা উচিত যে চূড়ান্ত ফিট এবং সব ম্যাচ খেলার জন্য তৈরি থাকে। রোহিত নিয়মিত হ্যামস্ট্রিংয়ের চোটে ভোগে। শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউজেরও হ্যামস্ট্রিং সমস্যা ছিল। তাই রোহিতকে নিয়ে আমার সন্দেহ আছে। তাই আমি মনে করি, যে প্লেয়ার চোট-আঘাত ছাড়া নিয়মিত তিন ফরম্যাটেই খেলে তাকেই অধিনায়ক করা হোক।”