ওষুধ দোকানেই এবার মিলতে পারে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন

Must read

এবার ওষুধ দোকানেই পাওয়া যেতে পারে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন৷ বুধবার এ বিষয়ে সম্মতি জানিয়েছে কেন্দ্রীয় ড্রাগ সংস্থার বিশেষজ্ঞ কমিটি। শুধু বাকি চূড়ান্ত ছাড়পত্র। বুধবার সেন্ট্রাল ড্রাগস স্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসসিও-র সাবজেক্ট এক্সপার্ট কমিটি যারা কোভিড ভ্যাকসিনের (Covid Vaccine) দায়িত্বে রয়েছে তাঁরা কোভ্যাক্সিনকে বাজারে বিক্রি বিষয়ে ছাড়পত্র দিয়েছে। এবার চূড়ান্ত অনুমোদনের জন্য দুই সংস্থার আবেদন ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই)-এর কাছে পাঠানো হবে ৷

আরও পড়ুন – টিকা গবেষণায় ১০০ কোটির প্রতিশ্রুতি বাস্তবে শূন্য! ফাঁস আরটিআইয়ের তথ্যে

সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া বা এসআইআই এবং ভারত বায়োটেক ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন তাদের কোভিড-১৯ ভ্যাকসিন (Covid Vaccine) খোলা বাজারে আনার জন্য অনুমোদন চেয়ে আবেদনপত্র জমা দিয়েছিল৷ এই দু’টি ভ্যাকসিন এখনও অবধি শুধুমাত্র জরুরি ভিত্তিতে ব্যবহারযোগ্য ৷গত বছর ২৫ অক্টোবর এসআইআই আধিকারক প্রকাশ কুমার সিং ডিসিজিআইয়ের কাছে আবেদন জমা দেয়৷ ডিসিজিআই পুনের এই সংস্থার কাছ থেকে আরও তথ্য ও নথি চায়৷ সম্প্রতি সে সবও পাঠিয়েছেন আধিকারিক৷ কয়েক সপ্তাহ আগে হায়দরাবাদে অবস্থিত ভারত বায়োটেক-এর আধিকারিক ভি কৃষ্ণ মোহন তাদের ভ্যাকসিন সংক্রান্ত যাবতীয় তথ্য পাঠায় ডিসিজিআই-এর কাছে৷
এবার অপেক্ষা ডিসিজিআই-এর চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা৷ তারপরেই খোলা বাজারে বিক্রি হবে দেশের প্রথম দু’টি কোভিড-১৯ ভ্যাকসিন ৷

Latest article