প্রতিবেদন : রাস্তায় কুকুরকে খাওয়ানো ঘিরে বচসা। অধ্যাপিকা কে নিগ্রহ ও শ্লীলতাহানীর অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। অধ্যাপিকার অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম বিশ্বপ্রিয় রায়। সোমবার চিৎপুরের ঘটনা ।
ঠিক কী ঘটেছিল?
আরও পড়ুন-ছেলেকে খুন করে আত্মঘাতী’ বাবা
ওই অধ্যাপিকা জানিয়েছেন, প্রতিদিনই পাড়ার কয়েকটি কুকুরকে তিনি রাস্তায় খেতে দেন। এ নিয়ে আপত্তি করেন বিশ্বপ্রিয় রায় । সোমবার সকালে ওই অধ্যাপিকা স্বামী এবং ছেলেকে নিয়ে বেরিয়েছিলেন। গাড়ি থেকে তাদের নামতে দেখেই দোতালার ওপর থেকে নেমে আসেন অভিযুক্ত। পাড়ার আরও কয়েকজনকে জড়ো করে ওই অধ্যাপিকা এবং তাঁর পরিবারের সবাইকে অকথ্য গালিগালাজ এবং অধ্যাপিকার বাঁ হাত ধরে মুচকে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ।
আরও পড়ুন-ভোটের আগে সক্রিয় এজেন্সি, সরব কেজরি
এরপর মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করতে গেলে বাধা দেওয়া হয় বলে দাবি। পাল্টা অধ্যাপিকার বিরুদ্ধে স্থানীয়দের জড়ো করে উস্কানির অভিযোগ তুলেছেন অভিযুক্ত।এরপরই অধ্যাপিকা চিৎপুর থানার দ্বারস্থ হন । তাদের লিখিত অভিযোগের ভিত্তিতে বিশ্বপ্রিয়কে গ্রেফতার করে পুলিশ ।