ভোটের আগে সক্রিয় এজেন্সি, সরব কেজরি

কেজরি এদিন আরও বলেন, আমরা সত্য ও ন্যায়ের পথে চলেছি। সত্যের পথে চললে স্বাভাবিকভাবেই এ ধরনের বাধা বিপত্তি আসবে।

Must read

প্রতিবেদন : বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে বিরোধীদের হেনস্তা করা নরেন্দ্র মোদি সরকারের দৈনন্দিন কাজগুলির অন্যতম। বিরোধী রাজনৈতিক দলগুলি কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে একাধিকবার এই অভিযোগ করেছে। এবার বিরোধীদের সেই পুরনো অভিযোগই শোনা গেল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গলায়। রবিবার দিল্লিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে দিল্লির আপ সরকারের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।

আরও পড়ুন-তসলিমার আপত্তি

ইতিমধ্যেই তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে। কিন্তু কোনও কিছুই উদ্ধার করতে পারেনি এই কেন্দ্রীয় সংস্থা। ইডি যদি আবার তল্লাশি করতে চায় তাতেও আমাদের কোনও আপত্তি নেই। ইডি মনে করলে আমার বাড়িতেও তল্লাশি চালাতে পারে। আসলে যেকোনও ভোট সামনে থাকলেই বিজেপি এভাবে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে মাঠে নামিয়ে বিরোধীদের ভয় দেখাতে চায়। বিরোধীদের হেনস্তা করাই কেন্দ্রের মোদি সরকারের একমাত্র লক্ষ্য। পাঞ্জাব-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি আদৌ ভাল ফল করার জায়গায় নেই। সে কারণেই তারা এভাবে সিবিআই, ইডির মতো বিভিন্ন সংস্থাকে দিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলিকে ভয় দেখাতে চাইছে।

আরও পড়ুন-অশান্ত লখিমপুর, কিশোরকে পিটিয়ে মারল যোগীর পুলিশ

কেজরি এদিন আরও বলেন, আমরা সত্য ও ন্যায়ের পথে চলেছি। সত্যের পথে চললে স্বাভাবিকভাবেই এ ধরনের বাধা বিপত্তি আসবে। কিন্তু আমরা ভয় পাই না। মোদি-অমিত শাহ মনে করলে ইডি, সিবিআই বা দিল্লি পুলিশের মতো সংস্থাকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করতেই পারেন। আগেও এমনটা করা হয়েছে। আমাদের দলের ২১ জন বিধায়ককে গ্রেফতার করা হয়েছে তবে ওই পর্যন্তই। সত্যেন্দ্রকে গ্রেফতার করা হলেও কয়েকদিনের মধ্যেই তিনি জামিন পেয়ে যাবেন। তার জন্য আমরা চিন্তিত নই। উল্লেখ্য, ২০১৭-১৮ সালে টাকা পাচারের মামলায় জড়িয়ে ছিল সত্যেন্দ্র জৈনের নাম। সেসময় সত্যেন্দ্রর বিরুদ্ধে একটি মামলা করেছিল সিবিআই।

Latest article