মেট্রোর (Kolkata Metro) লাইনে ফাটল। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা নাগাদ বেলগাছিয়া ও শ্যামবাজারের মাঝে ডাউন লাইনে সমস্যা দেখা যায়। ব্যাহত হয় মেট্রো চলাচল। দমদম থেকে গিরীশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল ফের স্বাভাবিক হয় সকাল ১১টা ০৬ মিনিট থেকে।
বৃহস্পতিবার সকালে মেট্রোর লাইনে সমস্যা লক্ষ করেন মেট্রো রেলের কর্মীরা। ফলে ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ রাখা হয় দমদম থেকে গিরীশ পার্ক স্টেশনের মধ্যে। এর ফলে নিত্যযাত্রীরা ভোগান্তির মুখে পড়েন। তবে কবি সুভাষ থেকে গিরীশ পার্ক এবং দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল অব্যাহত ছিল।
আরও পড়ুন – আবারও খুলল স্কুল, স্বাগত জানালেন বিধায়ক নন্দিতা চৌধুরী
এই বিষয়ে মেট্রোর (Kolkata Metro) জনসংযোগ আধিকারিক রূপায়ণ মিত্র বলেন,‘‘ফাটল দেখা দিয়েছে বলে এখনই বলব না। মেট্রো রেলের কর্মীরা প্রথম এই সমস্যাটি লক্ষ্য করেন। ইঞ্জিনিয়ারদের দল ঘটনাস্থলে পৌঁছন। সমস্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই মেট্রো বন্ধ করা হয়।’’