টিকিট মিলল না

সমাজবাদী পার্টি তাঁকে টিকিট দেবে না, এটা নিশ্চিত হয়ে যাওয়ার পরে একেবারে শেষ মুহূর্তে সপা ছেড়ে বিজেপিতে যোগ দেন মুলায়ম সিং যাদবের পুত্রবধূ অপর্ণা যাদব।

Must read

সমাজবাদী পার্টি তাঁকে টিকিট দেবে না, এটা নিশ্চিত হয়ে যাওয়ার পরে একেবারে শেষ মুহূর্তে সপা ছেড়ে বিজেপিতে যোগ দেন মুলায়ম সিং যাদবের পুত্রবধূ অপর্ণা যাদব। তখন অনেকেই মনে করছিলেন, অখিলেশ যাদবের বিরুদ্ধে অপর্ণাকে প্রার্থী করবে বিজেপি। কিন্তু দলবদল করলেও অপর্ণার ভাগ্য বদলাল না। বিজেপি তাঁকে কোনও কেন্দ্রেই প্রার্থী করেনি।

আরও পড়ুন-মেট্রোর লাইনে ফাটল, দুর্ভোগে যাত্রীদের

বুধবার লখনউ ও সংলগ্ন এলাকার ৯টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে গেরুয়া দল। কিন্তু সেই তালিকায় নাম নেই অপর্ণার। একইসঙ্গে এবারের প্রার্থী তালিকায় জায়গা পাননি বিজেপি নেত্রী রীতা বহুগুণা জোশীর ছেলে মায়াঙ্ক জোশী। অন্যদিকে অবসর নেওয়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রাক্তন অফিসার রাজেশ্বর সিংকে সরোজিনী নগর বিধানসভা আসনে প্রার্থী করেছে বিজেপি। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের টিকিট বণ্টন নিয়ে বিজেপির মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

Latest article