সৌগতর ধিক্কার

রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে বক্তব্য রাখেন প্রবীণ সাংসদ সৌগত রায়। ইন্ডিয়া গেট থেকে অমর জওয়ান জ্যোতি সরিয়ে দেওয়ার বিরোধিতা করেন তিনি।

Must read

লোকসভায় বুধবার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে সরব হল তৃণমূল কংগ্রেস। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে বক্তব্য রাখেন প্রবীণ সাংসদ সৌগত রায়। ইন্ডিয়া গেট থেকে অমর জওয়ান জ্যোতি সরিয়ে দেওয়ার বিরোধিতা করেন তিনি। তাঁর প্রশ্ন, শুধুমাত্র ইন্দিরা গান্ধীর তৈরি বলেই কি এই অন্যায় পদক্ষেপ কেন্দ্রের?

আরও পড়ুন-টিকিট মিলল না

সংসদে সৌগত রায়ের কটাক্ষ, নেতাজির হলোগ্রাম মূর্তি বন্ধ হয়ে গিয়েছে এবং সেইসঙ্গে নেতাজির প্রতি বিজেপির ভালবাসাও উবে গিয়েছে। এদিন নেতাজিকে নিয়ে বলার সময় তাঁকে বাধা দেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তখন ক্ষিপ্ত হয়ে সৌগত রায় বলেন, নিশিকান্ত তুমি আরএসএসের লোক। নেতাজিকে নিয়ে তোমার কথা বলার কোনও অধিকার নেই। সংসদে এদিন আইএএস ক্যাডার বিধি বদল করা নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূল সাংসদ।

Latest article